শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৩

ম্যানমেড ফ্লাড ??

পুজার মধ্যে উড়িশ্যা আর অন্ধ্রের উপরে যে সাইক্লোন বয়ে গেল সেটা উত্ত পশ্চিম দিকের থেকে মুখ ঘুরিয়ে ক্রমে উত্তর এবং পরে উত্তর পূর্ব দিকে এসেছে। এর প্রভাবে উড়িষ্যার পরে ঝাড়খন্ড, বিহার এবং পশ্চিম বাংলার উত্তর ভাগে প্রচুর বৃষ্টি হয়েছে। ডিভিসি তদের জলাধারের ক্ষমতার বাইরে বৃষ্টি হলে পরে জল ছাড়ে সেটা একটা নীতি গত ব্যাপার। পশ্চিম বাংলার সরকার বলে যাচ্ছেন তাদের না জানানতে বন্যাতে ক্ষয় ক্ষতি হয়েছে, যেন তার জানলে পরে ক্ষতি হত না। যখন ঝড় এবং বৃষ্টির দাপটে উড়িষ্যা নাজেহাল হলেও সমানে লড়ে গেছে তখন পশ্চিম বাংলা সরকারের এই মনোভাব কি সমর্থন করা যায়? তারা কি বৃষ্টি কতটা হবে সে সম্বন্ধে খবর রাখেন না না পুজার প্যান্ডেলে গান বাজিয়ে আর প্রাইজ দিয়ে দায়িত্ব খালাস করেছেন। আপনারা কি বলেন?

৩টি মন্তব্য:

  1. If someone doesn't know the whole situation then it is better to not comment on that issue. Once again I want to inform everybody that I hate politics and not ready to comment on anything about political, but in this case I find some biasness so I can't resist myself.

    উত্তরমুছুন
  2. What is baias in this issue. My blog was in view of the flood and the reason of such flood. Anybody knows that a resoirvoir has got a capacity and had to release water in case of high raifall in the catchment area. Cyclone Phailin had moved over the catchment area of DVC resoirvoir and everybody should know that there may be excess water in the resoirvoirwhich had to be released. So the W.B. Government should have been prepared for such an event instead of blaming DVC for release of water.It is not politics but a comparison about the efficiency of W.B. and Odissa governmentin tackling such natural fury.

    উত্তরমুছুন