সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

ভয় দেখিও না


ভাবছ বুঝি ভয় পেয়েছি, মিথ্যে ভয় দেখাবে না
শুধু শুধু ভয় দেখালে বলছি কিন্তু খেলব না।
জিভ বার করে, মাথা ঝাকিয়ে ভাবছ তুমি ভয় দেখালে
কিন্তু আমার মনে হল তোমাকে একটা পাগল বলে
ওপাড়ার পাগলা দাশু, মাঝে মধ্যে এরকম করে
সবাই তখন দাশুকে কম্বল দিয়ে চেপে ধরে।
কিছুবাদে দাশু যখন, একটু খানি শান্ত হয়
অবশ্যি তার আগে মাথায় ক বালতী জল ঢালতে হয়।
ভিজে গায়ে হি হি কেপে দাশুর পাগলামী যায় থেমে
কিতু তার আগেই সবার জামা ভিজে গেছে ঘামে।
এবার কিন্তু সত্যি আমি ভয় পাচ্ছি তোমার তরে
কি  বলব আমি তখন, লোকে যদি তোমায় চেপে ধরে।
সত্যি তুমি পাগল না এটা তোমার খেলার খেলা
চুপ করে দাঁড়িয়ে থাক ঐখানে এইবেলা।।


1 টি মন্তব্য: