দুদিন আগে রাশিয়াতে একটা উল্কাপিন্ডের আগমনে প্রায় ১০০০ র মত লোকে আহত হয়েছে। বাড়ি ঘরেরও ক্ষতি হয়েছে। তার উপরে আমার এই ছড়াটা লেখা।
বাংলাতে কথা বলি, বাংলা পড়ি, তাই বাংলাতে লিখব। যা মনে আসে। চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে।পড়ে নীচে কমেন্ট দিতে ভুল করবেন না প্লীজ।
শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৩
শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৩
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৩
টাকার দরকার
রেসের মাঠে টাকা খুজতে যাবার আগে মনের চিন্তার উপর একটা ছোট কবিতার ভিডিও নীচে দিলাম।
The English translation will be some what like this:
It is month's end and the purse is empty
The elders asked be why did I not go to the race course
Since if the luck provides, I could be rich in no time
Also suggested to pray on the roadside temples
To my ill-luck as the counter closed down before I collected ticket
I got only the pushes and shoves
I returned dejected
Now all I have to do is to search someone who will lend me money.
বেকারের প্রেম
আজ আবার একটা নতুন কবিতার ভিডিও দিলাম
The situation is like this. An unemployed youth sees a girl strolling on the terrace and looks towards him. he feels that the lady wants to talk to him. he is afraid to respond as his girl-friend left him due to his pecuniary helplessness. But ultimately agrees to hatch to her if she is willing.
বুধবার, ১৩ ফেব্রুয়ারী, ২০১৩
ঘাগু কেরানীর কথা
একটা নতুন কবিতার ভিডিও দিলাম
The english translation of the above poem is given below.
I decided to go to office as soon I got up from bed
Have to dispose the pending files lying with me
Dreamt last night that I am being taken up for not disposing them
And tray containg those files is getting covered with dust
After signing the register in morning I get time only for politicking
Had also to pamper the leaders of the party
The files could only be disposed if I get time.
Office peon Hari had been asked to clean the tray everyday
And keep it spic and span to look as being attended everyday
I had to pay him a twenty rupees note for that every month
But he is absent for last two days and the tray collected dust
A new officer will inspect the office today
So I have been ordered to clear the files begore his inspection.
মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৩
কুলের ফিরিওয়ালা
"কুল আছে। কুল নেবেন কি ?"
'কোন কুল দিচ্ছ গো ? ঠান্ডা ঠান্ডা কুল কুল না কুলকুলিয়ে ঘামের কুল ।'
"না , ওসব নয় ।"
'তবে নদীর এ কুল, ও কুল, না গন্ধগোকুলের কুল ?'
"আজ্ঞে না। ওগুলো নয়।"
'তবে নিশ্চয় টোপা কুল কিম্বা নারকেলে কুল ।'
"এবারেও পারলেন না ।"
'তবে এইবার ধরতে পেরেছি। নিশ্চয় রাধার কুল মানে সেই কুল-শীলের কুল । কিন্তু তোমার কাছে সে কুল এল কি করে ? ওটা তো আয়ান ঘোষের সম্পত্তি। তুমি কি ওনার উত্তরাধিকারী ?'
"আজ্ঞে, উত্তরাধিকারী কি দক্ষিনাধিকারী সেটা আমি জানিনা। ঘরে পুরনো ট্রাঙ্কের মধ্যে আবর্জনার সাথে রাখা ছিল। কাবাড়িওয়ালার কাছে দেবার আগে নিজে একবার ফিরি করে দেখি কিছু দাম পাওয়া যায় কিনা। কাবাড়িওয়ালা ঠিক মতন দাম তো দেয় না।"
'তা বটে, তা বটে। আজকের মডার্ণ যুগে কে আর কুলের প্রাধান্য দেয়? আজকাল টাকা পয়সারই খালি প্রাধান্য। তার জন্য পয়সা খরচ করে হিসাব রাখার লোক রাখতে হয় গো। এক কাজ কর। তুমি জমিদার বাড়ীতে যাও, ওদের অনেক পয়সা। কুল কিনলেও কিনতে পারে।'
"আজ্ঞে গেছিলাম। নিতে ইচ্ছে আছে, কিন্তু এই কুলের বাপ দাদা চোদ্দ পুরুষের হিসাব চায়। বলে কোথাও ভেজাল ঢুকেছে কিনা দেখতে হবে তো। সেটা এখন আর কোথায় পাই।"
' না ভাই, আমার ও কুলের দরকার নেই। মাত্র দু পুরুষ আগে এই কুলের মধ্যে ইন করে ঠাকুর্দা কূলীন হয়ে ছটা বিয়ে করেছিলেন। ছোট ঠাকুমার বয়স তখন ১৫ কি ১৬ আর ঠাকুর্দার প্রায় ৭৫। নাকি শেষ বিয়ে করার আগে বলেছিলেন, "তোরা যখন বলছিস তখন করেই নিই। যাহা বাহান্ন তা তিপ্পান্নর মতন, যাহা পাচ তাহাই ছয়। ভাগ্যিস তখন বহুবিবাহ আইন লাগু হয় নি।'
" আজ্ঞে আপনি তো দেখছি মহাপুরুষের বাঁশ ধরে রেখেছে মানে বংশধর। দিন একটু পায়ের ধুলো দিন। যদি কোন খদ্দেরের খবর পান তবে একটু খবর করবেন। আমার নাম শ্যাম, গোকুলে থাকি। কাউকে জিজ্ঞেস করলেই বাড়িটা দেখিয়ে দেবে। এখন আসি তবে। নমস্কার।"
আমি লোকটা চলে যাবার পরে ভাবতে লাগলাম, এ কোন শ্যাম, যশোদার ছেলে কি? কিন্তু তার কাছে রাধার কুল এল কি করে? না এসব ভেবে কোন লাভ নেই শুধু শুধু মাথা গরম হয়ে যাচ্ছে। তাও যদি লোকটা ঠান্ডা ঠান্ডা কুল কুল ফিরি করত, একটু শ্যাম্পল নিয়ে মাথায় লাগালে ঠান্ডা হত।।
নতুন কথা
আমি দুটো ব্লগে লেখা দিচ্ছিলাম। নেট কনেকশন এ অসুবিধা হওয়াতে এখন থেকে সনস্ত লেখা একটা ব্লগে লিখব। লেখা গুলো পড়বার জন্য <spicydilip.blogspot.in> এই লিঙ্কে যান।আপাতত এটা আমার শেষ ভিডিও এই ব্লগের জন্য।
সহযোগীতার জন্য ধন্যবাদ।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)