ছন্দ মিলিয়ে কবিতা লেখা মোটেই শক্ত নয়
বরং গদ্যে একটা গল্প লেখা কঠিন মনে হয়।
বানান দেখ, গুরুচন্ডালী দোষ দেখ
এসব মেনে কি লিখবে, তাও মনে রেখ।
কবিতাতে এসবের জন্য কোন চিন্তা নাই
যা খুসী তাই লিখে ফেললে, হাততালি পাবে
ভাই।
বুঝতে পারলে সেটা তোমার অতিসাধারণ লেখা
হবে
আর কেউ না বুঝলে সেটা অসাধারন মুক্তপদ্য
হবে।
মুক্তপদ্য, সেটা কি জিনিষ, শোন নিকো আগে
পদ্য তো কবিরা লিখত বহু বছর আগে
শব্দ গুনে, মিল রেখে, ব্যকরণ মেনে লেখা
এসব বাধানিষেধে পড়ছে মনের ভাবটা রোখা
আমার মত আনাড়ী কবিরা এখন ছন্দ মিলিয়ে
লেখে
মুক্তপদ্য এখন শিখছি আমি, অন্যের দেখে
দেখে
মাষ্টারমশাই বলেছেন, কাল থেকে রোজ
একটা মুক্তপদ্যের স্যাম্পল, দিতে হবে ডোজ
পাঠকেরা এবার নিজে বাঁচে কি আমাকে বাঁচায়
সেটা তাদের ভার
ওয়ার্নিং দিয়ে দিয়েছি, কাজটা শেষ আমার।।
উত্তরমুছুনবাংলায় ভালো ভালো হাঁসির গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় ভূতের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় প্রেমের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন