গতকাল রাতে, কি এল মাথাতে
বসে গেলাম পড়াতে বাংলা, ছোট ছেলেটাকে
অজ আম শেষ করেছে
যুক্তাক্ষর চালু হয়েছে
গণ্ডগোল বেঁধে গেল এখানটাতে।
বাগাড়ম্বর শব্দ এল
মানেটা বোঝাতে হল
বললাম মানে হল বেশী কথা বলা,
ছেলে বলে মোটেই নয়
মানেটা তো শব্দের ভেতরেই হয়
তাহলে কি ভাবে হল বেশি কথা বলা।
বিশুকাকু বাংলায়
গুগলে লেখা দ্যায়
সে তো বলে দিল অন্য মানে,
কে যে ঠিক
আর কে যে ভুল
সেটা কেউ কোথাও কি জানে?
আমি বলি ব্যাটা
হয়েছিস ঢ্যাটা
পেয়েছিস কি মানে সেটা বল ?
ছেলে বলে ওটা হবে
বাঘের লোম ছিড়ে বানান কম্বল।
আমি শুনে হতবাক
বাঘের লোম কোথায় পেল আগে বোঝাক।
ছেলে বলে শব্দটাকে ভেঙ্গে দাও
দেখ তুমি কি কি পাও,
পেয়েছ কি বাঘা +রোম +বর,
বাঘা মানে বাঘ
রোম মানে লোম
আর আবরণের বর।
এইবার তুমি বল
হলনা কি বাঘের লোমের কম্বল।
ভাবছি এখন কে হবে মোর গুরু
বিশু না আমার ছেলে, কোথা থেকে করি শুরু।।
উত্তরমুছুনবাংলায় ভালো ভালো হাঁসির গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় ভূতের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় প্রেমের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন