কবি মানে বাঙ্গালী, না বাঙ্গালী মানে কবি
এ নিয়ে ছিল সংশয়, এখন দেখছি সেটা অমূলক ভয়।
কবিতার শেষে যদি লেখ রাজা
মিলিয়ে লিখে দাও তাজা, ভাজা, খোজা
যদি তুমি লেখ শেষ কালে রবি
মিলিয়ে দিতে পার ছবি, হবি, বেবী
যদি লাইনের শেষে দাও ছোট্টকথা বধূ,
মেলাতে পাবে তুমি মরুভূমি ধূ ধূ
লিখলে ফাগুন, মিলবে আগুন,
যদি লেখ গুন্ডা, মিলবে ডান্ডা
যদি লেখ ডাকাত, শুয়ে চিৎপাত
আমি যে ভাই লাইনের শেষে সিংহ দিতে চাই,
কিন্তু সিংহের সাথে যে কারুর মিল নাই।
গিন্নী বলেন তোমরা সব নারী বিদ্বেষী
সিংহী লিখলে পরে, মিল পাবে অনেক বেশী
কথা শুনে লিখে দিলাম শেষকালে সিংহী,
বললেন প্রিয়া মোর, মেলাও লিখে ভৃঙ্গী।
ভিডিও ফাইল তৈরী করতে অসুবিধা হচ্ছে তাই শুধু লেখাটাই দিলাম। পরে আওয়াজটা জুড়ে দেবার ইচ্ছে রাখি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন