কেন লিখব
তোমাকে
কিছু লিখব বলে কলম হাতে নিয়ে
কানের কাছে
টিভিটার কান মুচরে দিয়ে
চোখ দুটোকে
বন্ধ করে, তোমাকেই চিন্তা করে
ভাবছিলাম
কি লিখি এখন।
লেখার পাট
তো চুকেই গেছে
মোবাইল এখন
হাতে উঠেছে
সবাই করে হ্যালো
হাই
যখন যে
দিকে তাকাই।
হারিয়ে
গেছে সেই রঙ্গিন কাগজ নিয়ে আমার যন্ত্রণা
সাথে কত
অনুযোগ তোমায়, কেন উত্তর দাওনা
ছিল নাকো
টেলিফোন, চিঠিই ভরসা
সব সময়ে
থাকতো চিঠি পাবার আশা
এখন তোমা্র
দেখা থ্রি জিতেই পাই
তাতেইতো দেখি
খুসী হচ্ছে সবাই
চিঠিগুলোকে
জমিয়ে রেখে বাক্স খুলে পরতাম
তোমরা কি কেউ বুঝতে পার কি ছিল তার দাম?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন