বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন মঙ্গল গ্রহের আবহাওয়া অনেক পাতলা বা হাল্কা হয়ে গেছে। তার কারন হিসাবে তারা বলেছেন যে মৌলিক পদার্থের থেকে তার আইসোটোপের পরিমাণ অনেক বেশী হয়ে যাওয়া প্রমান করে যে মৌলিক পদার্থের পরিমানের ঘাটতি হয়েছে।
আমার মতন অবৈজ্ঞানিক সাধারণ মানুষের বুদ্ধিতে যা এল সেটা হচ্ছে তেজস্ক্রিয় অবস্থার মধ্যে মৌলিক পদার্থেরা তাদের কেন্দ্রে অতিরিক্ত নিউট্রন এনেছে যাতে তাদের ভরের বৃচ্ছি হয়ছে, অথবা নিউট্রন হারিয়েছে যাতে তাদের ভরের পরিমান কমেছে।
যদিও মৌলিক পদার্থ এবং তাদের আইসোটোপের রাসায়নিক ধর্ম একই তবুও হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রনের ফলে উতপন্ন জল (H2O) যেখানে মানুষের পক্ষে প্রয়োজনীয় সেখানে ডিউটেরিয়াম এবং অক্সিজেনের মিশ্রনে উতপন্ন (D2O) ভারী জল মানুষের পক্ষে অপকারী।
মনে হয় এই নিস্কর্ষের মাধ্যমে মঙ্গল গ্রহে মানুষ নেই বলে ধারণা করা হচ্ছে।
আমার মতন অবৈজ্ঞানিক সাধারণ মানুষের বুদ্ধিতে যা এল সেটা হচ্ছে তেজস্ক্রিয় অবস্থার মধ্যে মৌলিক পদার্থেরা তাদের কেন্দ্রে অতিরিক্ত নিউট্রন এনেছে যাতে তাদের ভরের বৃচ্ছি হয়ছে, অথবা নিউট্রন হারিয়েছে যাতে তাদের ভরের পরিমান কমেছে।
যদিও মৌলিক পদার্থ এবং তাদের আইসোটোপের রাসায়নিক ধর্ম একই তবুও হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রনের ফলে উতপন্ন জল (H2O) যেখানে মানুষের পক্ষে প্রয়োজনীয় সেখানে ডিউটেরিয়াম এবং অক্সিজেনের মিশ্রনে উতপন্ন (D2O) ভারী জল মানুষের পক্ষে অপকারী।
মনে হয় এই নিস্কর্ষের মাধ্যমে মঙ্গল গ্রহে মানুষ নেই বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে আমি আরও কিছু জানতে আগ্রহী। কারুর জানা থাকলে জানাবেন,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন