শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

সৎসঙ্গ বিচার



কে সৎ আর কে যে অসৎ চেনা কিভাবে যায়

শিবঠাকুরের আজব দেশে সেটা গায়ে  লেখা হয়

তুমি যদি ঘাসের মতন নীচু হও তবেই তুমি সৎ

নয়তো তোমার চোদ্দপুরুষ হতেই হবে অসৎ।

তুমি যদি দৃঢ়চেতা হও তবে তুমি অসৎ

তুমি যদি প্রতিবাদী হও তবে তুমি অসৎ

তুমি যদি সত্যবাদী হও তবে তুমি অসৎ

কিন্তু তুমি যদি মোসাহেব হও তবে তুমি সৎ

তোমাকে দেখে লোকে জি হাঁ বললে তুমি সৎ।

কিন্তু আমি যে এর মধ্যে কোনটাই নই

তবে আমি কি তাতো জানিনা।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন