via Facebook
বাংলাতে কথা বলি, বাংলা পড়ি, তাই বাংলাতে লিখব। যা মনে আসে। চেষ্টা করব আপনাদের আনন্দ দিতে।পড়ে নীচে কমেন্ট দিতে ভুল করবেন না প্লীজ।
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩
একটা প্রশ্নের উত্তর পাচ্ছিনা। সরকার পক্ষের লোকে যখন নির্বাচনী প্রচারে ঘোষণা করেন এটা হচ্ছে। ওটা হবে, যে কাজ গুলো একমাত্র সরকারি করতে পারে, যেমন হাস্পাতালের উন্নতি ইত্যাদি, তখন সেটা কি নির্বাচনের বিধি লঙ্ঘন করে না। যদি করে তবে তৃণমূল নেত্রীর বাকুড়ার ভাষণে নিও-নেটাল ক্লিনিক খলার কথা ঘোষণা কি ভাবে মানবো। েই ব্যপারে কি নির্বাচন কমিশনার নিজের থেকে কোন অ্যাকশন নিতে পারে? একটা প্রশ্নের উত্তর পাচ্ছিনা। সরকার পক্ষের লোকে যখন নির্বাচনী প্রচারে ঘোষণা করেন এটা হচ্ছে। ওটা হবে, যে কাজ গুলো একমাত্র সরকারি করতে পারে, যেমন হাস্পাতালের উন্নতি ইত্যাদি, তখন সেটা কি নির্বাচনের বিধি লঙ্ঘন করে না। যদি করে তবে তৃণমূল নেত্রীর বাকুড়ার ভাষণে নিও-নেটাল ক্লিনিক খলার কথা ঘোষণা কি ভাবে মানবো। েই ব্যপারে কি নির্বাচন কমিশনার নিজের থেকে কোন অ্যাকশন নিতে পারে?
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন