মুম্বাইর নেভীনগরের পূজা
এবার পুজাতে আমি মুম্বাইতে নেভীনগরে আমার মেয়ের বাড়ীতে কাটালাম। ঘরোয়া পূজার মজাই আলাদা। কথাতে কিছু না লিখে চেষ্টা করছি কিছু ছবি তুলে দিতে। অনভাস্ত হাতের ছবি, কাজেই খারাপ হলেও হতে পারে।
(১) ষষ্ঠী পুজার দিনে --২০-১০-১২ তারিখে
|
ম সপরিবারে
|
|
মা |
সপ্তমীর দিন (২১-১০-১২) রাতে এক বর্ণময় সঙ্গীত এবং নৃত্যানুষ্ঠানের আয়োজন ছিল। মহিষাসুরমর্দিনী নৃত্য পরিচালনা করলেন কুমারী অঙ্কিতা ভৌমিক।তার কিছু অংশ এখানে দেবার চেষ্টা করলাম
|
মহিষাসুরের সাথে যুদ্ধ |
|
মহিষাসুরের সাথে যুদ্ধ |
|
মহিষাসুরের সাথে যুদ্ধ |
|
মহিষাসুর বধ এবং মার জয় |
|
আমার নাতি আবির্ভাব পারিতোষিক নিচ্ছে |
ভিডিও আপ লোড করতে অসুভিধা হচ্ছে। পরের পোষ্টে দেবার চেষ্টা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন