বুধবার, ৩১ জুলাই, ২০১৩

জিতে গেছি রে


 
কি রকম ভাবে জিতে গেলাম সেটা কি তোরা দেখেছিস

নাকি ঘরে দোর বন্ধ করে

ফুপিয়ে ফুপিয়ে বা উচ্চৈঃস্বরে

কেঁদে কেঁদে জামা কাপড় ভিজিয়ে রেখেছিস।

বুঝিসনি তো কেমন করে

কমিশনকে ঠকিয়ে দিয়ে

তোদের সব্বাইকে বোকা বানিয়ে

পঞ্চায়েত গুলো জিতে নিলাম।

দু দশটা লাশ ফেলে

গোটা পাচেক ঘর জ্বেলে

ব্যুরোক্র্যাটদের হাত করে

ছাপ্পা ভোট বাক্সে ভরে

তোদের কিরকম হারিয়ে দিলাম।

কমিশন হচ্ছে একপেশে

বিরোধীদের ভালবাসে

রোজ রোজ বাড়ায় আবদার

যখন বলি ও সব কথা

তোদের লাগে দারুণ ব্যথা

বুজলি নারে এতে কি লাভ আমার।

চোদ্দতে লোকসভা

হতেই হবে জোট মনোলোভা

কমিশন চাইলেই বাহিনী

কেন্দ্র জানাবে কম দেব

এত লোক কোথায় পাব

বিশেষত আমি যখন চাইনি।।

এর মাঝে ডান্ডা ঘুরিয়ে

দশ বারটা ঘর জ্বালিয়ে

তোদেরকে ঘর ছাড়া করে

আমরাই খালি ভোটে দাড়ালাম

ছাপ্পা ভোট বাক্সে ভরে

বিপক্ষকে বোমা মেরে

জেতাটাকে নিশ্চিত করলাম।।

 

 

 

শোন তবে কি রকম করে

 

 

মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

হৃদয়হীনের কথা হৃদয় আমি খুঁজে বেড়াই কোথায় পাব তাকে রিটায়ার করেছে ব্যাটা বছর দুয়েক আগে সবাই বলে আমাকে আজ ব্যাটা হৃদয়হীন পাষন্ড নইকো আমি ,যদিও হয়েছি হৃদয়বিন যখন কেউ শুধায় আমায়, চলে কিভাবে আপনার হৃদয় বিনা ঘুরে বেড়ান, আশ্চর্য ব্যাপার দেখাই তাদের সাথের ঠ্যালা, চলছে যেথা হৃদয় কিন্তু ঘন্টা তিনেকের বেশী বাইরে থাকা নয় মাভৈ, মাভৈ এবার একটা স্পেয়ার হৃদয় পাব তখন কি আর এই ঠ্যালা ঠেলে বেড়াব। দু দুটো বছর,আমি হৃদয়হীন ছিলাম এবার কিন্তু আমি হৃদয়বান হলাম।। লন্ডনের এক হাসপাতালে এক ভদ্রজনের গত দু বছর ধরে মেশিনের হৃদয় কাজ করছিল। তার মেয়াদ ধরে নেওয়া হয়েছিল দু বছর। ভাগ্য ভাল তার দুবছর পুর্ণ হবার আগে তিনি একজনের কাছ থেকে হৃদয় পেয়েছেন এবং তার হৃদয় প্রতিস্থাপন করা হয়েছে।

হৃদয়হীনের কথা হৃদয় আমি খুঁজে বেড়াই কোথায় পাব তাকে রিটায়ার করেছে ব্যাটা বছর দুয়েক আগে সবাই বলে আমাকে আজ ব্যাটা হৃদয়হীন পাষন্ড নইকো আমি ,যদিও হয়েছি হৃদয়বিন যখন কেউ শুধায় আমায়, চলে কিভাবে আপনার হৃদয় বিনা ঘুরে বেড়ান, আশ্চর্য ব্যাপার দেখাই তাদের সাথের ঠ্যালা, চলছে যেথা হৃদয় কিন্তু ঘন্টা তিনেকের বেশী বাইরে থাকা নয় মাভৈ, মাভৈ এবার একটা স্পেয়ার হৃদয় পাব তখন কি আর এই ঠ্যালা ঠেলে বেড়াব। দু দুটো বছর,আমি হৃদয়হীন ছিলাম এবার কিন্তু আমি হৃদয়বান হলাম।। লন্ডনের এক হাসপাতালে এক ভদ্রজনের গত দু বছর ধরে মেশিনের হৃদয় কাজ করছিল। তার মেয়াদ ধরে নেওয়া হয়েছিল দু বছর। ভাগ্য ভাল তার দুবছর পুর্ণ হবার আগে তিনি একজনের কাছ থেকে হৃদয় পেয়েছেন এবং তার হৃদয় প্রতিস্থাপন করা হয়েছে।

হৃদয়হীনের কথা


 
হৃদয় আমি খুঁজে বেড়াই কোথায় পাব তাকে
রিটায়ার করেছে ব্যাটা বছর দুয়েক আগে
সবাই বলে আমাকে আজ ব্যাটা হৃদয়হীন
পাষন্ড নইকো আমি ,যদিও হয়েছি হৃদয়বিন
যখন কেউ শুধায় আমায়, চলে কিভাবে আপনার
হৃদয় বিনা ঘুরে বেড়ান, আশ্চর্য ব্যাপার
দেখাই তাদের সাথের ঠ্যালা, চলছে যেথা হৃদয়
কিন্তু ঘন্টা তিনেকের বেশী বাইরে থাকা নয়
মাভৈ, মাভৈ এবার একটা স্পেয়ার হৃদয় পাব
তখন কি আর এই ঠ্যালা ঠেলে বেড়াব।
দু দুটো বছর,আমি হৃদয়হীন ছিলাম
এবার কিন্তু আমি হৃদয়বান হলাম।।
লন্ডনের এক হাসপাতালে এক ভদ্রজনের গত দু বছর ধরে মেশিনের হৃদয় কাজ করছিল। তার মেয়াদ ধরে নেওয়া হয়েছিল দু বছর। ভাগ্য ভাল তার দুবছর পুর্ণ হবার আগে তিনি একজনের কাছ থেকে হৃদয় পেয়েছেন এবং তার হৃদয় প্রতিস্থাপন করা হয়েছে।

রবিবার, ২৮ জুলাই, ২০১৩

দাতুন বিক্রী


 

দাতুন,
ঝাটার কাঠি ভেঙ্গে নিয়ে
বাইরের বারান্দায় গিয়ে
সরু গলায় মিনি হাঁকে
দাতুন
দাঁত পরিস্কার করতে এটা দিয়ে মাজুন।
লাগবে না কোন ব্যথা
শুনুন আমার কথা
একটা প্যাকেট নিয়ে ট্রাই করে দেখুন ।
দাতুন
ঝকঝকে দাঁতের জন্যে এটা দিয়ে মাজুন ।
প্রাইস ওনলি থ্রি
একটা কিনলে একটা ফ্রি
সস্তাতে ভাল জিনিষ, ট্রায়াল দিয়ে দেখুন ।
দাতুন
রোজ সকাল বিকাল দুবেলা মাজুন ।
অফ হোয়াইট রঙ নয়
চকচকে সাদা হয়
হাঁ করে দেখায় মিনি, আমাকে দেখুন ।
দাতুন। চাই দাতুন।।

শুক্রবার, ২৬ জুলাই, ২০১৩

সৎসঙ্গ বিচার



কে সৎ আর কে যে অসৎ চেনা কিভাবে যায়

শিবঠাকুরের আজব দেশে সেটা গায়ে  লেখা হয়

তুমি যদি ঘাসের মতন নীচু হও তবেই তুমি সৎ

নয়তো তোমার চোদ্দপুরুষ হতেই হবে অসৎ।

তুমি যদি দৃঢ়চেতা হও তবে তুমি অসৎ

তুমি যদি প্রতিবাদী হও তবে তুমি অসৎ

তুমি যদি সত্যবাদী হও তবে তুমি অসৎ

কিন্তু তুমি যদি মোসাহেব হও তবে তুমি সৎ

তোমাকে দেখে লোকে জি হাঁ বললে তুমি সৎ।

কিন্তু আমি যে এর মধ্যে কোনটাই নই

তবে আমি কি তাতো জানিনা।।

 

বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

বৃষ্টি থেমেছে

via Facebook
 
বৃষ্টি থেমেছে, রোদ্দুর ওঠেনি, আকাশের মুখ ভার
 এখন যে আমার মেসের ভৃত্য কানুরই দরকার
 কোথায় গেলও সে, ডেকে ডেকে ধরে গেল যে গলা
 এখন কি আমায় খুজতে তাকে, যেতে হবে একতলা?
 এসেছিস দাদা, চট করে তুই কালুর দোকানে যা
ওখান থেকে নিয়ে আসবি এক কেটলী চা
 জন ছয়েক গেষ্ট আসবে এসেছে তাদের ফোন
 আরও কিছু কাজ দিচ্ছি তোকে, মন দিয়ে শোন।
রাতে তারা খাবে এখানে, তার জোগাড় চাই
 মুরগীর মাংস আর নান, বিয়ারের দরকার নাই
কিন্তু এখন গোটা ছয়েক কাটলেট আনবি তুই ওরে
 চায়ের সাথে আর কি দেব তুই ভাবনা ভাল করে
আজ্ঞে স্যার, এরা কি আপনার বেয়াই বাড়ির লোক
যা বলছেন তাই যথেষ্ট, তারা যে কেউ না হোক
নিয়ে আসছি যা যা বললেন, দিন আমাকে টাকা
 টাকা? ধার দে না তু্‌ই পকেট আমার ফাঁকা।।

 

বুধবার, ২৪ জুলাই, ২০১৩

কিছু বর্জ্য নয়


 
বিজ্ঞানের কি অদ্ভুত উন্নতি

বলে দৈহিক বর্জ্য পদার্থ বর্জিত হলে তোমারি ক্ষতি

ফেলিবেন না, কিছুই ফেলিবেন না অকাজের বলে

সবকিছুই ব্যবহারযোগ্য মেনেছে সকলে।

গোময়ের সাথে মিশ্রিত হয়ে গ্যাস তৈরী হত

কিম্বা কম্পোষ্ট সার হয়ে কপির ক্ষেতে যেত

কিন্তু তরল বর্জ্য হয়নিক ব্যবহার

বিজ্ঞান এখন জানিয়েছে তারও উপকার।

তোমার মোবাইলে চার্জ করতে হত বিদ্যুতের ব্যবহার

এরপর আর তার পরবেনা দরকার

তোমার তরল বর্জ্য থেকে হবে মোবাইল চার্জিং

খুসী হয়ে বলবে ও এম জি বা ও মাই ডার্লিং।।
 
ওপরের  লেখাটি খবরের কাগজে প্রকাশিত একটি সংবাদের উপর ভিত্তি করে লিখেছিলাম। তাতে লেখা ছিল মানব দেহের প্রস্রাবের দ্বারা মবাইলের ব্যাটারী চার্জিং করা সম্ভব হয়েছে। 

মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

পাউন্ড বনাম সোনা


 
সকাল বেলায় গিন্নী এসে বলে আমায় হেঁসে

আসছে হপ্তায় রোজ বিকেলে জীমের থেকে এসে

ওজন নিয়ে দেখতে হবে কমলো কতটা

এতদিনতো মেরেছি ফাকি, করব শেষ চেষ্টা

আমি বলি বুড়ো বয়সে হল একি মতি

কেউ তোমায় মোটা বলেছে? তাতেই বা কি ক্ষতি

সে কথাতে কান না দিয়ে

গিন্নি বলে শোন গিয়ে

এখন আমার ওজন দেড়শর উপর আট

এই ক দিনে করতে হবে সেটাকে একশো ষাট

জীমে এখন নিচ্ছে পাউন্ডে দু হাজার টাকা

তাই একশো ষাট থেকে একশো করতে হবে পকেট ফাঁকা

খবর পেলাম এক পাউন্ড ওজন কমালে দেবে এক পাউন্ড সোনা

তার মানে ষাট পাউন্ড ওজন কমালে পাব ষাট পাউন্ড সোনা

হ্যাঁগা, ১০ গ্রামের দাম যদি বাইশ হাজার হয়

তবে এক পাউন্ড সোনার দাম দশ লাখ নিশ্চয়

ষাট পাউন্ড কমাতে পারলে সেটা হবে ছ কোটি টাকা

কথাগুলো শুনে আমি খেলাম ভ্যাবাচাকা

তার পরেতে কাগজে দেখি ছোট্ট একটা লাইন

দুবাই মিউনিসিপালিটি করেছে এক আইন

এক পাউন্ড ওজন কমাও

এক পাউন্ডের কয়েন নাও

বলি আমি তুলোনা আকাশে বাড়ী

কল্পনাতে টান দাঁড়ি

এ পাউন্ড নিতে গেলে যেতে হবে যে দুবাই

কিন্তু তার জন্য প্লেন ভাড়াটা যে চাই

থাকো তুমি দেড়শ পাউন্ড কোন ক্ষতি নাই

কেননা তোমাকে দুবাই পাঠানর টাকা কোথায় পাই।।

 

সোমবার, ২২ জুলাই, ২০১৩

পশ্চিমবঙ্গের বর্তমান রাজনীতি

আজকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের চতুর্থ পর্যায় চলছে। নানান দল তাদের বক্তব্য প্রচারে আছেন। সরকার পক্ষ তাদের নির্বাচনী বতব্য রাখতে গিয়ে বাকুড়াতে বলেছেন নিও-নেটাল ক্লিনিক খোলা হবে। এটা একমাত্র সরকারী বক্তব্য কেননা বাকুড়া হাসপাতাল সরকারের। নির্বাচনী প্রচারে এই ধরণের ঘোষণা কি নির্বাচন বিধি লঙ্ঘন করে না? আমার ফেসবুকে এই বক্তব্যকে মুছে দিয়ে কি গণতন্ত্র বাচবে?

ধন্যবাদ! আমার কটা লেখা আপনারা মুছতে পারবেন? তবে যুদ্ধই হোক। খুঁজে যান আপনারা আমাকে সমস্ত ইন্টেরনেটে কেননা আমি শুধু বাংলাতে লিখি না ইংরাজীতেও আমার লেখার ক্ষমতা আছ্রে। ধন্যবাদ! আমার কটা লেখা আপনারা মুছতে পারবেন? তবে যুদ্ধই হোক। খুঁজে যান আপনারা আমাকে সমস্ত ইন্টেরনেটে কেননা আমি শুধু বাংলাতে লিখি না ইংরাজীতেও আমার লেখার ক্ষমতা আছ্রে।

via Facebook

শনিবার, ২০ জুলাই, ২০১৩

মঙ্গল গ্রহের মানুষ

বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন মঙ্গল গ্রহের আবহাওয়া অনেক পাতলা বা হাল্কা হয়ে গেছে। তার কারন হিসাবে তারা বলেছেন যে মৌলিক পদার্থের থেকে তার আইসোটোপের পরিমাণ অনেক বেশী হয়ে যাওয়া প্রমান করে যে মৌলিক পদার্থের পরিমানের ঘাটতি হয়েছে।

আমার মতন অবৈজ্ঞানিক সাধারণ মানুষের বুদ্ধিতে যা এল সেটা হচ্ছে তেজস্ক্রিয় অবস্থার মধ্যে মৌলিক পদার্থেরা তাদের কেন্দ্রে  অতিরিক্ত নিউট্রন এনেছে যাতে তাদের ভরের বৃচ্ছি হয়ছে, অথবা নিউট্রন হারিয়েছে যাতে তাদের ভরের পরিমান কমেছে।

যদিও মৌলিক পদার্থ এবং তাদের আইসোটোপের  রাসায়নিক ধর্ম একই তবুও হাইড্রোজেন এবং অক্সিজেনের সংমিশ্রনের ফলে উতপন্ন জল (H2O) যেখানে মানুষের পক্ষে প্রয়োজনীয়  সেখানে ডিউটেরিয়াম এবং অক্সিজেনের মিশ্রনে উতপন্ন (D2O) ভারী জল মানুষের পক্ষে অপকারী।

মনে হয় এই নিস্কর্ষের মাধ্যমে মঙ্গল গ্রহে মানুষ নেই বলে ধারণা করা হচ্ছে।
এই বিষয়ে আমি আরও কিছু জানতে আগ্রহী। কারুর জানা থাকলে জানাবেন, 

কিচ্ছু না। মন কে খোলা রাখতে চাই। কিতু তা কি সম্ভব? যদি েই পোষ্টটা কাল সন্ধ্যা পর্যন্ত থাকে তবে বুঝবো আমার মন খোলা হোক বা না হোক অন্যের মন খোলা থাকা দরকার। কিচ্ছু না। মন কে খোলা রাখতে চাই। কিতু তা কি সম্ভব? যদি েই পোষ্টটা কাল সন্ধ্যা পর্যন্ত থাকে তবে বুঝবো আমার মন খোলা হোক বা না হোক অন্যের মন খোলা থাকা দরকার।

via Facebook

শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩

আমার আত্মজীবনীর শেষ খন্ড প্রকাশিত হয়েছে। ই-বুকের আকারে। েই লিঙ্কে সেটাকে ডাউনলড করে দেখতে পারেন। \u003Cwww.smashwords.com/profile/view/spicydilip> https://www.smashwords.com/profile/view/spicydilip আমার আত্মজীবনীর শেষ খন্ড প্রকাশিত হয়েছে। ই-বুকের আকারে। েই লিঙ্কে সেটাকে ডাউনলড করে দেখতে পারেন। \u003Cwww.smashwords.com/profile/view/spicydilip> https://www.smashwords.com/profile/view/spicydilip

via Facebook

একটা প্রশ্নের উত্তর পাচ্ছিনা। সরকার পক্ষের লোকে যখন নির্বাচনী প্রচারে ঘোষণা করেন এটা হচ্ছে। ওটা হবে, যে কাজ গুলো একমাত্র সরকারি করতে পারে, যেমন হাস্পাতালের উন্নতি ইত্যাদি, তখন সেটা কি নির্বাচনের বিধি লঙ্ঘন করে না। যদি করে তবে তৃণমূল নেত্রীর বাকুড়ার ভাষণে নিও-নেটাল ক্লিনিক খলার কথা ঘোষণা কি ভাবে মানবো। েই ব্যপারে কি নির্বাচন কমিশনার নিজের থেকে কোন অ্যাকশন নিতে পারে? একটা প্রশ্নের উত্তর পাচ্ছিনা। সরকার পক্ষের লোকে যখন নির্বাচনী প্রচারে ঘোষণা করেন এটা হচ্ছে। ওটা হবে, যে কাজ গুলো একমাত্র সরকারি করতে পারে, যেমন হাস্পাতালের উন্নতি ইত্যাদি, তখন সেটা কি নির্বাচনের বিধি লঙ্ঘন করে না। যদি করে তবে তৃণমূল নেত্রীর বাকুড়ার ভাষণে নিও-নেটাল ক্লিনিক খলার কথা ঘোষণা কি ভাবে মানবো। েই ব্যপারে কি নির্বাচন কমিশনার নিজের থেকে কোন অ্যাকশন নিতে পারে?

via Facebook

সোমবার, ৮ জুলাই, ২০১৩

যমদূতের কাছে


 

ভুল করে কুল খেয়েছিলাম কেউ তো জানে না
পেটের ব্যথায় মরছি এখন, ভীষণ যন্ত্রণা
লোভে পাপ, পাপে মৃত্যু শাস্ত্রে লেখা আছে
কথাটা সত্যি প্রমাণ হল, আজকে আমার কাছে
মরতে চাই আমি পটাক করে, পড়ব আর মরব
মরার সময় কষ্ট পেলে যমদূতগুলোকে ধরব
আরে, নিবি তো নে, খোঁচাচ্ছিস কেন তোরা
যমরাজকে কমপ্লেন করলে শাস্তি পাবি কড়া
টেনে হিঁচড়ে নেওয়াটাতো দাদা দিদির ধাত
কবে থেকে নিলি তোরা তাদের সাথে সাথ
তাহলে আর কি হবে যমরাজাকে বলে
কেননা এদের কথাইতো সবার উপর চলে।

শনিবার, ৬ জুলাই, ২০১৩

কেন লিখব


কেন লিখব

তোমাকে কিছু লিখব বলে কলম হাতে নিয়ে

কানের কাছে টিভিটার কান মুচরে দিয়ে

চোখ দুটোকে বন্ধ করে, তোমাকেই চিন্তা করে

ভাবছিলাম কি লিখি এখন

লেখার পাট তো চুকেই গেছে

মোবাইল এখন হাতে উঠেছে

সবাই করে হ্যালো হাই

যখন যে দিকে তাকাই।

হারিয়ে গেছে সেই রঙ্গিন কাগজ নিয়ে আমার যন্ত্রণা

সাথে কত অনুযোগ তোমায়, কেন উত্তর দাওনা

ছিল নাকো টেলিফোন, চিঠিই ভরসা

সব সময়ে থাকতো চিঠি পাবার আশা

এখন তোমা্র দেখা থ্রি জিতেই পাই

তাতেইতো দেখি খুসী হচ্ছে সবাই

চিঠিগুলোকে জমিয়ে রেখে বাক্স খুলে পরতাম

 তোমরা কি কেউ বুঝতে পার কি ছিল তার দাম?