প্রায় ৪৩ ঘন্টা হতে চলল যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজের
ছাত্ররা তাদের অযৌক্তিক দাবীতে উপাচার্য, সহ-উপাছার্য এবন রেজিস্টার কে ঘেরাও করে
রেখেছে। তাদের দাবী, র্যাগিঙ্গের অপরাধে দোষী ছাত্রদের কোন শাস্তি দেওয়া চলবে না।
মানে আমরা হোস্টেল, কলেজে নতুন ছাত্রদের উপর যা খুসী তাই অত্যাচার চালাব তাতে
কতৃপক্ষের কিছু বলা চলবে না। এরা আপাতত ঠিক করেছে মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপ
প্রয়োজন। আমার মতে রাজ্যপালে হস্তক্ষেপ প্রয়োজন
যাতে করে শাস্তির পরিমান বাড়ান হয় এবং ঘেরাও কারী ছাত্রদের মূল
পান্ডাদেরকেও ঘেরাও করার অভিযোগে শাস্তি দেওয়া হয়। আমার ভাবতে আশ্চর্য লাগে যে
আমিও কি এই কলেজের ছাত্র ছিলাম? কবে এদের বুদ্ধি বিবেচনা হবে?
উত্তরমুছুনবাংলায় ভালো ভালো হাঁসির গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় ভূতের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় প্রেমের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন