রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৩

আবোল তাবোল কাব্য

 

কবিবর শ্রীযুক্ত কপিধ্বজ শর্মা
লিখেছেন কদিনে গোটা ছয়েক কবিতা
সবাই জানে বসিয়েছেন খালি কথার পিঠে কথা
তাই শোনাতে এলেই লোকে পালাচ্ছে বার্মা।

গায়িকা গীতিকা সেন
কীর্তনের ঢঙে ফাংশনে কাজরী গাইতেন
একবার সবাইকে নাচাবেন বলে
ষ্টেজে উঠলেন জুতো খুলে
দুমিনিট নেচে যেই হোঁচট খেলেন
ভয়েতে ষ্টেজ থেকে নেমে এলেন।

চিত্রকার বর্ণালী রঙ্গনাথ
দেওয়ালে চূণকাম করে পাকিয়েছেন হাত
তার কিছু উত্তম নিদর্শন
করবেন গ্যালারীতে প্রদর্শন
আশা আছে শোনা যাবে কেয়াবাত, কেয়াবাত।

ভাস্কর বিশ্বকর্মা বিশ্বাস
নিয়ে একটা লম্বা শ্বাস
বললেন একটা হাতী বানাতে চাই
একবার এদিকে ছাটেন
আবার ওদিকে কাটেন
শেষমেশ শালগ্রাম শিলা বানালেন ভাই
লোকে দেখে বলে আমারও যে একটা চাই।

লেখক শ্রীমান বন্দ্যোপাধ্যায়
কি ভীষণ লেখেন, হায় হায়
যায় নাকো পড়ে বোঝা
বলেন কিন্তু খুবই সোজা

কিন্তু আমার লেখাতো সবার জন্য নয়।।

1 টি মন্তব্য: