না আমি লোকেদের পকেট থেকে চুরি করার কথা বলছি না। ভারত বর্ষে প্রতি বছর বেশ কয়েক হাজার ( বোধ হয় লাখ) ইঞ্জিনিয়ারিং স্নাতক হয়। আপনারা হয়ত ভাবছেন তাদের পড়ার সমস্ত খরচ তাদের পিতা মাতা বা অন্য শুভানুধ্যায়ী বহন করে থাকেন। কিন্তু কথাটা সত্য নয়। আপনি আমি আমাদের সরকারের কাছে যে রাজস্ব জমা দিই তার বেশ কিছুটা এদের পেছনে খরচ হয়। কেন? তারা স্নাতক হয়ে ভারতবর্ষে কাজ করবেন, ভারতের উন্নতি করবেন। কিন্তু যখন দেখি IIT থেকে বা অন্য কলেজ থেকে পাশ করতে করতে বা করার পরেই তারা প্রথমে উচ্চ শিক্ষা নিতে বা উচ্চ শিক্ষার নাম করে বিদেশে পাড়ি দেন তখন কিন্তু আমার আপনার টাকাটা বরবাদ ছাড়া আর কিছু হয় না। আপনি ভাবতে পারেন এদেশে থাকলে তারা চাকরী পাবেন না। কথাটা , (কিছুটা,- পুরোটা নয়) সত্য বলে মনে হবে। কিন্তু সত্যি কি তাই। ভারত সরকার কি খোঁজ রাখেন যে তার তৈরী IIT বা Management College থেকে পাশ করার পরে শতকরা কত ভাগ বিদেশে চলে গেছেন এবং তাদের কত ভাগ ভারতের নাগরিকত্ব ত্যাগ করেছেন।
তাই আমার মনে হয় এই সব কলেজে ভর্তি হবার আগে তাদের কাছ থেকে লিখিত অঙ্গীকার নেওয়া উচিত যে তারা ভারত ছেড়ে যাবেন না।গেলেও পাশপোর্টে সেই অনুযায়ী লেখা থাকা উচিত।
উত্তরমুছুনবাংলায় ভালো ভালো হাঁসির গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় ভূতের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন
বাংলায় প্রেমের গল্প পড়তে চাইলে এখানে ক্লিক করুন