সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৩

আমার ঘোষণা


 

শোন তোমরা সবাই, করছি এ কথা ঘোষণা আমি

মন দিয়ে শুনবে সবাই, কেননা কথাটা খুব দামী,

শারদা কান্ডে ঠকেছ তোমরা, সেটা তো তোমাদেরই দোষ

ঘাস ফুলেতে পোকা উড়ে এলে সেটা কি আমার দোষ।

তোমাদের টাকা খেয়েছে যারা হয়তো আমার কাছেরই লোক

সবসময়ে কি দেখে বোঝা যায় কে কে ভদ্রলোক।

ভেবেছিলাম সবকটাকে পাঠাব নদীর পার

কিন্তু তাতে যে হচ্ছে আমার লোকসানই সার

দেখছি ঠকেছ তোমরা সর্ব সমেত লাখ বিশেক লোক

তাই কিছুটা হলেও তোমাদের ভরপাই করা হোক,

টাকাটা নেব কেন্দ্রের থেকে উন্নয়নের খাতে

শুরু হবে দেওয়া পুজোর আগে, নগদ হাতে হাতে।

প্রথম সারিতে আসবে আমার জন্যে ভোটে খেটেছে যারা

পেটো বাঁধতে গিয়ে যে সব ছেলেরা গিয়েছে মারা।

পরের সারিতে আসছে নেতার বোনাই, নেত্রীর ভায়ের দল

তার পরেতে আসছে আমার মা মাটী মানুষের দল।

টাকা যদি কম পড়ে দেব কেন্দ্রকে গালি

কেননা রাজ্যের ভাঁড়ে মা ভবানী, কোষাগারটা খালি।

কেন্দ্র না দিলে তোমাদের দেওয়াতো যাবে না ভাই

তা স্বত্বেও তোমাদের ভোটটা কিন্তু আমার চাই।।

1 টি মন্তব্য: