শনিবার, ৩০ মার্চ, ২০১৩

কয়েকটি কবিতা

গুটি কয়েক কবিতাকে একসাথে ভিডিও করে সাথে দিলাম মনে হয় ভাল লাগবে। মন্তব্য পাঠাবেন

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৩

আরও কিছু কবিতার গুচ্ছ

আরও কিছু ছড়া এখানে দিলাম। আপনাদের মতামত পেলে আনন্দিত হব।












কবিতার সংকলন




উপরেদুটি কবিতার ভিডিও দিলাম। বেশ কিছুদিন মাঝখানে ফাঁক রয়ে গেছিল তার জন্য ক্ষমা প্রার্থী।আশাকরি ছড়া গুলো ভালই লাগবে। এবার আর  অনুবাদ করলাম না।

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

শাহবাগের ডাক

শাহবাগ থেকে উঠেছে ডাক
মুক্তিযুদ্ধের অপরাধীদের ফাঁসি চাই
কক্ষণ নয়, এটা অন্যায়। কে দেবে ওদের ফাঁসি
জামাত শিবির চাইছে তাই।
মৌলবাদী প্রতিক্রিয়াশীলদের ঘাটী জামাত
মুক্তিযুদ্ধে ছিল শত্রুপক্ষে
এখন সেই খুনী, অত্যাচারী ,ধর্ষনকারীদের 
পুষে রেখেছে নিজের বক্ষে।

বোনেরা আমার, গর্জে উঠে তোমরা চাইছ যেটা
এখানেও তার দরকার আছে, আমরা কবে বুঝবো সেটা
এখানেও তো আছে মৌলবাদী, অত্যাচারী
কিন্তু শাহবাগ আছে কোথায় ?
এদের শাস্তি দেবার আওয়াজ উঠছে না তো হায়।
আমি চাইছি এ আওয়াজ শুধু বাংলা দেশে নয়
এ আওয়াজ উঠুক আজ সারা বিশ্বময়।
অত্যাচারীর ফাঁসি চাই। আমরাও তো চাইছি তাই
শাহবাগের আওয়াজ, আমার আওয়াজ 
মিলে গেছে আজ আমার ভাই।।