বুধবার, ২৩ জুলাই, ২০১৪

আটলান্টা।

আটলান্টা।

আটলান্টা, আমেরিকার এক শহর,যেখানে কিছুদিন আগেই অলিম্পিকের খেলকুদ হয়ে গেছে। কিন্তু আটলান্টা নামটা জড়িয়ে আছে এক বিখ্যাত দৌড়বিদ মহিলার নামের সাথে। এনাকে অবশ্যি মানবী শরীরে দেখা যায় নি। ইনি ছিলেন গ্রীক পুরানের এক চরিত্র। চরিত্র এই জন্য বললাম যে এনাকে কিন্তু অমর বা দেবদেবীদের পর্যায়ে ফেলা হয় নি। ইনি ছিলেন রাজা আয়াসাসের মেয়ে। মার নাম ক্লিমেনী।

আজকের ভারতীয় সমাজের মত মেয়ে হিসাবে জন্মেছিলেন বলে তার বাবা তাঁকে কাছে চাননি। জঙ্গলে ফেলে দিয়ে আসতে হুকুম করেছিলেন। সেই অনুযায়ী তাঁকে ফেলে দিয়ে আসা হল জঙ্গলে। কিন্তু ঠান্ডা লেগে মরে যাবার আগেই এক মা-ভল্লুক তাঁকে নিজের বাচ্চার মত পালতে লাগল।  আমরা বেশ কিছুদিন আগে ওড়িষাতে  এক নেকড়ে মানুষের কথা কাগজে পড়েছিলাম, তার মতন ব্যপারটা। এই ভল্লুকীটাকে পাঠিয়েছিলেন আর্টেমিস, আটলান্টাকে বাচিয়ে রাখবার জন্য। ঐ ভাল্লুক মার কাছে আটলান্টা বড় হল আর শিকারীর দলে মিশে গেল। আসলে যদিও আটলান্টা ভাল্লুকের কাছে বড় হয়েছিল তবুও জঙ্গলে থাকার সময় সে শিকার করতে শিখে গেছিল।

ইতিমধ্যে ক্যালিডনের রাজা ইনিয়াস একবার তার বাৎসরিক ফসল তোলার পুজোতে আর্টেমিসকে পুজা দিতে ভুলে যান। বাস আর্টেমিসের মেজাজ গরম। শাস্তি হিসাবে পাঠালেন এক বিশালকায় শূকরকে । সে এসে ক্যালিডনের ক্ষেত খামার, মানুষের সম্পত্তি নষ্ট করতে শুরু করে দিল। লোকে ভয়ে ঘরের বাইরে যাওয়া বন্ধ করে দিল। শহরের বাজারে ফসলের কম পড়তে শুরু হয়ে গেল। ইনিয়াস ডেকে পাঠালেন দেশের সমস্ত শিকারীদের যাতে তারা এসে শূকরটাকে মারতে পারে। যে মারতে পারবে তাকে প্রাইজ হিসাবে শূকরটার মাথা আর চামড়াটা দেওয়া হবে।

মারার জন্য যে সমস্ত শিকারী এসে হাজির হলেন তার মধ্যে ছিল এই আটলান্টা আর ইনিয়াসের ছেলে মেলিয়াজর। কিন্তু আটলান্টাকে মেয়ে দেখে কিফফেস আর আঙ্কিয়স নামের দুজন শিকারী তার সাথে শিকারে যেতে রাজী হল না। বাধ্য হয়ে মেলিয়াজর তাদের কোনরকমে রাজী করাল।

আবার শিকারের সময় দুজন থেসালীর অর্ধ মানব, হাইলিয়াস আর রিকাস, আটলান্টাকে মেয়েছেলে দেখে অত্যাচার করার ইচ্ছে নিয়ে জোর করতে গেলে আটলান্টা তার তীর চালিয়ে দুজনকেই মেরে ফেলেন। শিকার, শূকরের রক্তের বদলে ঐ অর্ধ মানবদের রক্ত দিয়ে সুত্রপাত হল। শেষ পর্যন্ত সেই শূকরটাকে প্রথম তীর মারতে পারল আটলান্টাই। মেলিয়াজর এসে সেটাকে তলোয়ারের আঘাতে শেষ করে দিল।

আটলাণ্টাকে দেখে মেলিয়াজরের মনে একটু ভালবাসা আর শ্রদ্ধার উদয় হয়েছিল তাই প্রথম আঘাত করার অজুহাতে প্রাইজ যেটা দেওয়া হবে বলা হয়েছিল সেটা আটলান্টাকেই দেবার জন্য বলে দিল। কিন্তু থেশটিয়সের ছেলেরা আটলান্টার কাছ থেকে সেই প্রাইজ ছিনিয়ে নেবার চেষ্টা করলে মেলিয়াজর তাদের মেরে ফেলেন আর আবার সেই প্রাইজ আটলান্টাকে দিয়ে দেন।

এরা সম্পর্কে মেলিয়াজরের মামা ছিলেন। আগেই ভবিষ্যতবাণী হয়েছিল যে  কুন্ডের কাঠ পুরে ছাই হলেই মেলিয়াজর মারা যাবে। সেই জন্য মেলিয়াজরের মা অ্যালথিয়া কুন্ড থেকে আধপোড়া কাঠটাকে নিয়ে লুকিয়ে রেখেছিলেন।ভাইদের মৃত্যু দেখে অ্যালথিয়া রেগে গিয়ে সেই কুন্ডের কাঠটাকে বার করে আগুনে ছুড়ে ফেলে দেন।   যা হবার তাই হল, মেলিয়াজরের মার ছোঁড়া কাঠটা পুরে ছাই হয়ে গেল আর মেলিয়াজর মারা গেল।

এইবার আটলান্টা বীর হিসাবে সব জায়গাতে দ্বীকৃতি পাওয়াতে তার বাবাও তাঁকে নিজের বলে স্বীকার করে নিলেন। আটলান্টা তার বাবার কাছে এলেন। এখন তিনি রাজপুত্রী, সাধারণ শিকারী নন। তার বাবা তাঁকে বিয়ে  করানোর ইচ্ছে করলে আটলান্টা এবার আর না করল না। কিন্তু তার মনে তো বিয়ের কোন ইচ্ছেই ছিল না। সোজাসুজি না বললে বাবা তাঁকে শাস্তি দিতে পারে তাই সে এক শর্ত রাখল।

তাঁকে যে দৌড়ে হারাতে পারবে সেই তাঁকে বিয়ে করতে পারবে। কিন্তু যদি আটলান্টা জিতে যায় তবে পরাজিতের তাদের প্রাণ  হারাবে,কারণ আটলান্টাকে দৌড়ে তো কেউ হারাতে পারবে না তাই তার বিয়েও হবে না। লোকে আসে আর হেরে গিয়ে প্রাণ দ্যায়। 

এদিকে আর্কাডিয়ার মেলানিওন আটলান্টাকে খুব ভালবেসেছিল। সে তাঁকে বিয়ে করবার মন করলে এক চিন্তা তো তাঁকে পেয়ে বসে। কি করে দৌড়ে আটলান্টাকে হারান যেতে পারে। সে ধরে পরল আফ্রাদাইতিকে। প্রেমের দেবী আফ্রাদাইতী, তাঁকে এক প্ল্যান দিলেন আর তিনটে সুন্দর সোনার আপেল দিলেন। কিন্তু সাথে বলে দিলেন যে জিতে আটলান্টাকে পেলে পরে দুজনে মিলে তার পূজা দিতে হবে। মেলানিয়ন রাজী।

এবার মেলানিয়ন এসে আটলান্টাকে বলল আমি রাজী তোমার সাথে দৌড় প্রতিযোগীতাতে, আটলান্টা বলে, তুমি জান যে হেরে গেলে তোমার প্রাণ যাবে। মেলানিয়ন বলে আগে হারি তো। দৌড় শুরু হল। বেশ কিছুদূর যাবার পরে যেমনি আটলান্টা আগে এগোচ্ছে অমনি মেলানিয়ন তার হাত থেকে একটা আপেল সামনের দিকে রাস্তায় গড়িয়ে দিল। আটলান্টা দাঁড়িয়ে ওটা তুলে নিয়ে দেখতে দেখতে মেলানিয়ন আবার এগিয়ে গেল।
আটলান্টা আপেলটাকে ফেলে দিয়ে আবার দৌড় শুরু করল। আবার যখন প্রায় কাছাকাছি এসে গেছে তখন মেলানিয়ন তার দ্বিতীয় আপেলটাকে রাস্তার পাশের দিকে এমন ভাবে ছুড়ে দিল যে সেটা তুলতে গেল একটু রাস্তার বাইরের দিকে নামতে হবে। তাই হল আটলান্টা তোর কৌতূহল মেটাতে রাস্তা ছেড়ে গিয়ে আপেলটা তুলে নিয়ে দেখতে শুরু করল, ইতিমধ্যে মেলানিয়ন আবার অনেকটা এগিয়ে গেল।

আটলান্টা আবার দৌড় সুরু করল, এইবার আবার মেলানিয়ন তার শেষ আপেলটাকে রাস্তায় গড়িয়ে দিতে, আটলান্টার পক্ষে লোভ সামলান সম্ভব হল না। সে থেমে ওটাকে তুলে দেখে আবার দৌড় শুরু করে সীমানাতে পৌঁছানোর আগেই মেলানিয়ন সীমারেখা পার করে গেছে। আটলান্টাকে হারতে হল।

বেশি ধুমধামের সাথে দুজনের বিয়ে হয়ে গেল। কিন্তু তারা এতই আনন্দে মশগুল যে আফ্রাদাইতীকে যে পূজা দেবার কথা দেওয়া আছে তার ব্যপারে একদম ভুলে মেরে দিল। আফ্রাদাইতীর রাগ। সে রেগে গিয়ে দুজনকেই সিংহ বানিয়ে দিল।


এখানে একটা কথা । আটলান্টা তো সিংহ হয়ে গেল কিন্তু তার একটা ছেলে হয়েছিল নাম পার্থেনপাস। সেও পরে বড় হয়ে বিরাট বীর হয়েছিল। 

    

সোমবার, ২১ জুলাই, ২০১৪

সিসিফাস


রাজা সিসিফাস। গ্রীক পুরানের এক শয়তানী বুদ্ধি ওয়ালা রাজা। থেসালীর রাজা ইয়োলাসের ছেলে। সালমোনাসের ভাই, এমনিতে রাজা মশাই জ্ঞানী গুণী, ব্যবসা আর নৌচালনা সম্বন্ধে বিশেষ জ্ঞান রাখতেন। তার রাজ্য এই দুটো ব্যপারে বেশ উন্নত ছিল। কিন্তু  ভীষন লোভী আর ঠকবাজ ছিলেন। অবশ্যি ব্যবসাতে উন্নতি করতে গেলে সাধারণত এ দুটোর খুব দরকার পড়ে। আর আতিথ্য জিনিষটা কি তা জানতেন না বরং তার কাছে অতিথিদের অনেককেই মরতে হয়েছে।  একজন কঠোর রাজা হিসাবে সিসিফাসের বেশ নামডাক ছিল। এদিকে তার ভাই এর সাথেও বিশেষ বনিবনা না থাকায় কি ভাবে ভাই সালমোনাসকে মেরে ফেলা যায় তার প্ল্যান কষতে ডেলফির জ্যোতিষীদের কাছে মতামত নিতে গেছিলেন।
নদীর দেবতা আসপসের মেয়ে আইজিনাকে জুস কোথায় নিয়ে গিয়ে লুকিয়ে রেখেছিলেন সেটাও তার বাবার কাছে জানিয়ে দিতে ভোলেন নি। তার ফল হল করিন্থের  সভাঘরের মাঝ দিয়ে এক ফোয়ারা উঠে সভাঘরটাকে নষ্ট করে দিল।
মানে তার কীর্তিকলাপে সবাই অতিষ্ঠ হয়ে উঠেছিল। জুসের শাস্তি আসবেই। জুস বলে দিলেন থানেটসকে যে চিত্রগুপ্ত হিসাবে কাজ করছিল তাঁকে যে যাও গিয়ে সিসিফাসকে ধরে বেঁধে নিয়ে এস।
সিসিফাস দেখে থানেটস এসে হাজির। ভাবল সাধারণত সংবাদ বাহক  বা পিয়ন হিসাবে তো হারমিস কাজ করে , সে কেন আসে নি। কূটবুদ্ধি তার মাথায় গজগজ করছে। থানেটসকে ভাল মানুষের মত জিজ্ঞেস করে বসল তার চেনটা দিয়ে কি ভাবে কাউকে বাধা হয়। থানেটস ভাল মানুষের মত যেই দেখাতে গেছে অমনি সিসিফাস তাকে ঐ চেন দিয়ে বেঁধে রাখল। চারদিকে হাহাকার, থানেটস পৃথিবীতে আটকা পরে আছে, যতক্ষন না সে যমপূরীতে ফিরে যাবে ততক্ষণ কোন লোক মারা যাবে না। কিন্তু লোক তো জন্মাবে। অর্থাৎ কিছুক্ষণের মধ্যে পৃথিবীতে লোকের ভীড় লেগে যাবে। যুদ্ধের দেবতা শেষ পর্যন্ত তার শত্রুপক্ষের লোকে মরছে না দেখে ক্ষেপে গিয়ে সিসিফাসকেই আটকে রেখে দিলেন। থানেটস মুক্তি পেল। আর সিসিফাসকে নিয়ে যমপূরীর দিকে রওয়ানা দিল।
কিন্তু সিসিফাসের বুদ্ধি কি তাতেই হার মানে।
থানেটস তাঁকে নিয়ে যাবার আগে সে তার স্ত্রীকে বলে দিল যে তার সমস্ত জামাকাপড় খুলে নিয়ে রাস্তার চৌমাথায় দেহটাকে মরে যাবার পরে ছুড়ে ফেলে দিতে। সিসিফাসের স্ত্রীর মাথায় কারণটা ঠিক ঢোকে নি কাজেই সে তাই করল। এইবার সিসিফাসের প্রেতাত্মা ষ্টীক্স নদীর পাড়ে গিয়ে দাড়িয়ে আছে, আগে যাবার হুকুম নেই। যমের জিজ্ঞাসাতে সিসিফাস বলল যে তার অন্তিম সংস্কার এখনো হয়নি। তার স্ত্রী কেন জানিনা কাজ করে নি, কাজেই সে চায় পৃথিবীতে ফিরে গিয়ে স্ত্রীকে দিয়ে অন্তিম সংস্কার করিয়ে তার পর ফিরে আসবে।  বাধ্য হয়েই পেরসেফণি (যমরাজা) তাঁকে আবার ফেরত গিয়ে তার স্ত্রীকে দিয়ে অন্তিম সৎকার করিয়ে আসতে বলল। আর তাঁকে ফেরত পাঠিয়ে দিল। সিসিফাস খুসী মনে ফিরে এল। তার স্ত্রীকে এল্টু লোকদেখান বকুনী লাগাল। বাস অতটাই। তাঁকে যে অন্তিম সৎকার করিয়ে ফিরে যেতে হবে তার আর হুঁশ নেই।
বাধ্য হয়েই যমরাজ তাঁকে জোর করেই যমপূরীতেই টেনে আনলেন। আর শাস্তি বললেন, তোমার যখন পৃথিবীতে থাকার এতটা সখ তুমি যাও, তোমায় কিন্তু একটা কাজ আগে করতে হবে । ঐ বড় পাথরটাকে গড়িয়ে নিয়ে পাহাড়ের ওপারে ঠেলে ফেলতে হবে। আর ওপারে চলে গেলেই তুমি নর্মাল। কিন্তু পাথরটাকে ওপারে নিয়ে যেতে না পারলে তোমার কাজ শেষ হবে না।
সিসিফাস লাফাতে লাফাতে চলে গেল পাথরটাকে গড়িয়ে পাহাড় ডিঙ্গিয়ে ওপারে নিয়ে যেতে। কিন্তু জুসের সাথে চালাকী? জুস ঐ পাথরটাকে মন্ত্র বলে এমন করে দিলেন যে যখনি পাথরটা পাহাড়ের চূড়াতে পৌছায় তখনই সেটা আবার সিসিফাসের হাত ফস্কে নিচে গড়িয়ে আসে। সিসিফাসকে আবার নীচে এসে ওটাকে উপরে নিয়ে যাবার চেষ্টা করতে হয়।
এখনো কিন্তু সিসিফাস ঐ কাজটা করে যাচ্ছে। আর মনে হয় কোন দিনই কাজটা শেষ হবে না।  চালাকী দ্বারা মহৎ কাজ হয় না।      


 

শুক্রবার, ১৮ জুলাই, ২০১৪

ট্যান্টালাসের কথা

ট্যান্টালাসের কথা


আমাদের মধ্যে যারা বিজ্ঞান নিয়ে পড়াশুনা করেছেন তারা ট্যান্টালাস কাপ এর এক্সপেরিমেন্ট করেছেন বা দেখেছেন। একটা কাপের মধ্যে একটা মূর্তি থাকে আর তাতে জল ঢালতে লাগলে যখনই লোকটার মুখের কাছে জল পৌছায় তখনই কাপের থেকে নীচ দিয়ে বেড়িয়ে যায়। লোকটার ঠোঁট অবধি আর পৌছায় না।  মূর্তিটার জল খাওয়া আর হয়ে ওঠে না। সাথের ছবিটাতে এই রকম একটা কাপের আধখানা কেটে দেখান হয়েছে। ট্যান্টালাসের মুর্তি থাকবে ঠিক মাঝের অংশটাকে ঘিরে।

 কিন্তু কে এই লোকটা যার নাম  ট্যান্টালাস। ইনি গ্রীক পুরানের এক চরিত্র।  জুস দেবের ছেলে, তাঁকে সারাক্ষন তৃষ্ণার্ত করে রাখার শাস্তি কে দিল আর কেনই বা।  অবশ্যি তার দোষটা ছিল মারাত্মক। জুসের ছেলে তাই দেবমহলে তার আনাগোনা হামেশাই। একসাথে পানভোজন চলে।  আমাদের মত রিটার্ন ফিষ্ট দেবার কথাও থাকে। এমনি  এক ভোজসভা যখন ট্যান্টালাসের বাড়িতে হবে, তখন ট্যান্টালাসের মাথায় এক কুবুদ্ধি জেগে উঠল। ট্যান্টালাস দেখতে চাইল যে জুস তো বলে সে সব কিছু জানতে পারে, বুঝতে পারে, একবার পরীক্ষা করেই দেখা যাক।  সিপিলসের রাজা তিনি, তার পক্ষে বিশেষ কিছু করা একটা খুব কঠিন কাজ নয়।

ট্যান্টালাসের ছেলে ছিল পেলপ্স। ট্যান্টালাস পেলপ্সকে মেরে তাকে টুকরো করে মাংসের সাথে মিশিয়ে রান্না করে ফেলল। মানুষের মাংস রান্না তা কি হয়েছে। গ্রীক পুরাণ ঘাঁটলে এরকম হাজার উদাহরণ পাওয়া যাবে। আর নিজের ছেলে মেয়ের কথা। তাও আছে । আগামেমনন ট্রয় যুদ্ধে যাবার আগে আর্টেমিসকে তুষ্ট করতে যে ভোজসভার আয়োজন করেছিলেন, তাতে তার মেয়ে ইফাগানিয়াকে মেরে তার মাংস দিয়ে ভোজের আয়োজন করা হয়েছিল। আগামেমনন আবার এই ট্যান্টালাসের নাতির ছেলে।

খাবার খেতে বসে জুস একটা সন্দেহ করে ট্যান্টালাসের কাছে মাংসের হাড়িটা দেখতে চাইলেন, বাস এবার তো ধরা পরে গেছে কাজেই শাস্তি। কিন্তু পেলপ্সের কি হবে। বেচারাকে নাহক মরতে হয়েছে। জুস তাই তাঁকে আবার বাচিয়ে তুললেন। ইতিমধ্যে অন্য দেবতারা খাওয়া চালু করে দিয়েছিলেন। ডেমেটার এক টুকরো মাংস তো খেয়েই ফেলেছিলেন, সেটা আবার দেখা গেল পেলপ্সের কাঁধের টুকরো। কি করা যায়? কাঁধ ছাড়া পেলপ্স? তাহলে তো কাজকর্মে অসুবিধা হবে। ডেমেটার তাই একটা হাতীকে মেরে তার দাঁত দিয়ে কাঁধের ঐ জায়গাটা বানিয়ে লাগিয়ে দিলেন। সব ঠিক হয়ে গেল।

এবার ট্যান্টালাসের শাস্তি। তাঁকে ধরে নিয়ে গিয়ে তারতিয়াস হ্রদের মধ্যে আটকে রাখা হল। একটা আপেল গাছের নীচে। ট্যান্টালাসের জল তেষ্টা পেলে সে যেই হ্রদের জল খেতে যায় অমনি জল দূরে সরে যায়। আবার আসতে আসতে জল কাছে চলে আসে। মানে লোভ দেখিয়ে জ্বালাতন করা। আর ক্ষিদে পেলে, সেখানেও হাতের কাছেই ফল, কিন্তু পাড়তে গেলেই ফলগুলো শুদ্ধু ডালটা উপরে সরে যাবে এমনই অবস্থা।

অনাদিকাল থেকে ট্যান্টালাসকে তার শাস্তি এইভাবেই পেয়ে যেতে হচ্ছে। ইংরাজী ট্যান্টালাইজ (Tantalize)কথাটা এই ট্যান্টালাসের নামের থেকেই এসেছে।


প্রমিথিয়াস

বিশৃঙ্খলার মধ্যে যখন বিশ্বের আদি পর্ব চলছে তখন আকাশ, সমুদ্র আর পৃথিবী আলাদা হবার পরে দেবতারা ঠিক করলেন যখন সমস্ত দেবদেবীর সাথে টাইটানদের যুদ্ধে টাইটানেরা জয়ী হয়েছেন তখন মানুষের সৃষ্টি করা যাক।  এখন তাদের  বসবাস করের জন্য জমির সৃষ্টি হয়েছে। আরা এই মানুষেরাই তো দেবদেবীদের পুজা অর্চনা করবে।  অতএব মানুষ তৈরী করার ভার দেওয়া হল প্রমিথিয়াসকে আর সাথে তার ভাই এপিমিথিয়াসকে।

লেগে পড়লেন দুজনেই তাদের কাজে। এপিমিথিয়াস  হঠকারী গোঁয়ার, বুদ্ধিবিবেচনা একটু কম।  পিছনের অভিজ্ঞতা তার সব কাজেই সে লাগাতে চায়, কোন কিছুতে ভবিষ্যতের দিকে তাকাতে চায়না। আর সে জায়গাতে প্রমিথিয়াস ধীর স্থির, বুদ্ধিমান এবং যথেষ্ট বুদ্ধি সম্পন্ন, প্রচুর দুরদৃষ্টির অধিকারী।

এপিমিথিয়াস চটপট কিছু প্রাণীর সৃষ্টি করলেন যারা কেউ জঙ্গলে থাকবে, কেউ আকাশে উড়বে, আবার কেউ জলেও চলে বেড়াবে। মানে জানোয়ার, পাখী, মাছ ইত্যাদি তৈরী হয়ে গেল। ওদিকে প্রমিথিয়াস ধীরে ধীরে মাটী দিয়ে দেবতাদের আদলে মানুষ তৈরির কাজে লেগে রইলেন। তিনি চাইলেন যে মানুষেরা যেন উপর দিকে তাকিয়ে ভগবানকে দেখতে পারে। তার সৃষ্টি সম্পুর্ণ হতে অনেক সময় লেগে গেল। 

তার মধ্যে এপিমিথিয়াস তার তৈরী করে প্রাণীদের কাউকে দিলেন গতি, কাউকে দিলেন ধারাল নখ আক্রমণ করার জন্য, কাউকে বা শক্তি। ওদিকে প্রমিথিয়াসের মানুষ সৃষ্টি শেষ হলে দেখা গেল ভগবানের দেওয়া গুণ গুলোর প্রায় সবই এপিমিথিয়াস তার তৈরী প্রানীদের কাজে লাগিয়ে ফেলেছে। মানুষের জন্য কিছুই পড়ে নেই। মানুষ নিজেকে নিজে রক্ষা করার মত কোন কিছুর অধিকারী হতে পারেনি। সে এক উলঙ্গ শিশুর মত সহায়সম্বলহীন হয়ে রয়েছে।

প্রমিথিয়াস খুব মুশড়ে পড়লেন। কি করা যায়। দিন রাত মানুষদের জন্য চিন্তা করে অলিম্পাস পাহাড়ে আর তার থাকতে ভাল লাগে না, চলে এলেন তিনি মানুষদের সাথে থেকে যদি তাদের কোন কিছু সুবিধা করে দিতে পারেন। এদিকে মানুষেরা তো দেবদেবীদের পূজা করবে আর তাদের অর্ঘ্য দেবেই। প্রমিথিয়াস দেখলেন যে সমস্তটাই তো দেবতারা নেন না, এদিক ওদিক থেকে নিয়ে বাকীটা ছেড়ে দেন। তিনি জুসের কাছে আর্জি করলেন যে বলির পশুর একটা নির্দিষ্ট ভাগ আপানি নিয়ে বাকীটা মানুষদের জন্য ছেড়ে দিন। জুস  বললেন, আমি তো ঠিক করব কোন ভাগটা আমি নেব। প্রমিথিয়াস বললেন এটা কিন্তু বরাবরের জন্য, আজ এই ভাগ, কাল ঐ ভাগ করলে মানুষদের অনেক অসুবিধা হচ্ছে , জুস বললেন তথাস্তু।

প্রমিথিয়াস করলেন কি একটা পশু মেরে এক ভাগে তার মাংসটাকে ছাল দিয়ে ঢাকা দিয়ে রাখলেন, আর অন্য ভাগে মাথাটা, থানাথানা চর্বিওয়ালা হাড়ের টুকরো রাখা হল। জুসকে এবার ডেকে তার ভাগটা বেছে নিতে বলা হল। জুস দেখে এক দিকে অল্প কিছু মাংস পশুর ছাল দিয়ে ঢাকা আছে। আর অন্য দিকে বিরাট মাথাটা আর চরবি সমেত বড় বড় হাড়ের টুকরো রাখা আছে, দেখতে অনেকখানি। জুস ঠিক করে নিলেন এই বেশী জিনিষের ভাগটাই নেবেন।  সেই থেকে মানুষেরা জানোয়ার মেরে তার মাথা আর হাড় পুজার জন্য ছেড়ে নিজেরা মাংসের ভাগ পেতে লাগল। জুস দেখল যে সে ঠকে গেছে, কিন্তু নিরুপায়।

তার পরে প্রমিথিয়াস দেখলেন মানুষেরা ঠান্ডায় কষ্ট পাচ্ছে, কাঁচা মাংস তাদের খেতে হচ্ছে। ভাবলেন যদি এদের আগুন জ্বালানোর ক্ষমতা দেওয়া যেত তবে এরা নিজেদের রক্ষা করতে পারত,। কিন্তু আগুন তো খালি  দেবরাজ জুসের কাছেই অলিম্পাস পাহাড়ে আছে। জুস কি তার থেকে কিছুটা মানুষদের জন্য দেবেন?

প্রমিথিয়াস গেলেন আর্জি নিয়ে জুসের কাছে, একটু আগুন যদি আপনি দেন তবে আমার তৈরী মানুষেরা নিজেদের রক্ষা করতে , শীতে গুহার ভেতরে কষ্ট না পেয়ে থাকতে পারে। জুস এমনিতে বেশ হঠকারী দেবতা, সোজা বলে দিলেন এক্কেবারেই না। কোন মতেই মানুষদের আগুনের ভাগ দেওয়া হবে না।

জুসের স্ত্রী হেরা, বরাবরি জুসের সাথে বিরোধে থাকতেন। তিনি প্রমিথিয়াসকে বলে দিলেন আমি তোমাকে সাহায্য করব। তুমি কিছু উপায় চিন্তা কর। প্রমিথিয়াস এক সময় দেখলেন, মৌরী গাছের ডালগুলো ফাপা কিন্তু তার ভেতরের অংশটা একটু ভিজে ভিজে থাকে,  বাস পেয়ে গেছি। এইবার সোজা জুসের দরবারে গিয়ে একটু সুযোগ বুঝে ঐ মৌরী গাছের ডালের ডগাতে বজ্রের একটু স্ফুলিং নিয়ে নিতেই সে আগুন ভেতেরের ভিজে অংশে চলে গিয়ে আস্তে আস্তে এগোতে লাগল। প্রমিথিয়াস সেই আগুন ওয়ালা ডালটা নিয়ে সোজা এক দৌড়ে মানুষদের গুহাতে, লোকদের ডেকে সেই আগুন কে বাচিয়ে রাখার ব্যবস্থা করা হল। লোকেরা আলো তাপ সব পেয়ে সুখে রইল।

ইতিমধ্যে একদিন জুস অলিম্পাস পাহাড় থেকে দেখলেন যে নীচে আলো, তার মানে আগুন। কোথা থেকে পেল, একটু খোঁজ করতেই জানা গেল প্রমিথিয়াস সেই আগুন জুসের বজ্রের থেকে চুরি করে মানুষদের দিয়েছে। বাস তাহলে শাস্তি দিতে হয়। চুরি মহাঅন্যায় আর যখন জুস আগুন দিতে মানা করেছিলেন তখন পরমিথিয়াস সেটা চুরি করে ভীষণ অন্যায় করেছে,। তার আগে বার বার জিজ্ঞাসা করা সত্ত্বেও প্রমিথিয়াস জুসকে বলেন নি যে তার কোন ছেলে তাঁকে রাজ্যচ্যুত করবে তার মানে প্রমিথিয়াস জুসের বিরোধী পক্ষ।

প্রমিথিয়াসকে ধরে আনা হল। তাঁকে ককেশাস পাহাড়ে শেকল দিয়ে বেঁধে আটকে রাখা হল। রোজ জুস একটা ঈগল পাখীকে পাঠাতেন প্রমিথিয়াসের পেটের থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেতে । আর রোজ রাত্রে প্রমিথিয়াস অমর বলে তার ক্ষত নিরাময় হয়ে যেত। এই শাস্তি চলল বহুদিন। জুস বলে দিয়েছিলেন প্রমিথিয়াসের  বদলে কারুর প্রান চাই, এবং কোন মর্তবাসী এসে ঈগল্টাকে মেরে প্রমিথিয়াসকে শেকল থেকে মুক্ত করতে হবে। আর নয়তো তার কোন ছেলে জুসের রাজয়্ব নিয়ে নেবে সেটা তাঁকে জানাতে হবে। আর না হলে বাধা থেকে থেকে প্রমিথিয়াস পাহারের একটা অংশই হয়ে যাবে। শেষে হেরাক্লেস এসে ঐ ঈগলটাকে মেরে ফেললেন আর চিরান এবং সেন্টর , দুজনে প্রমিথিয়াসের বদলে মরবার জন্য রাজী হয়ে গেলে প্রমিথিয়াস ফিরে এলেন।   


সোমবার, ৭ জুলাই, ২০১৪

আসুন অঙ্ক শিখি

আসুন অঙ্ক শিখি  প্রথম এবং দ্বিতীয় খন্ডে আমার অসাবধানতাবশতঃ এই সূত্রটির জায়গাতে অন্য কিছু লেখা চলে গেছিল। জনৈক নামহীন পাঠক এই ত্রুটি ধরিয়ে দিয়ে আমাকে ঋণজালে আবদ্ধ করেছেন। তাঁকে অনেক ধন্যবাদ।


অন্তর্দশকেপি সুত্র


যখন গুনক দুটি বাদিকের খন্ড দুটি সমান এবং ডান দিকের অংশ দুটির যোগফল দশ (১০) বা তার গুনিতক (যথা ১০০, ১০০০, ১০০০০) হবে তখন এই সূত্রের প্রয়োগ করা হবে। উদাহরণ হিসাবে আমি এখানে কয়েকটি অঙ্ক করে দেখাচ্ছি।

প্রথম উদাহরণঃ
১২  X  ১৮
এখানে গুনক দুটির বাদিকের খন্ড হল ১ এবং ডান দিকের খন্ডের যোগফল  ২ + ৮ = ১০
এই অবস্থাতে প্রথমে ডান দিকের খন্ডের অংশ দুটিকে গুন করছি।
অর্থাৎ ২ X ৮ = ১৬ ; এই সংখ্যাটি আমাদের উত্তরের ডান দিকে থাকবে।
এবার বাদিকের সংখ্যার সাথে ১ যোগ করে আমরা পেলাম ১ + ১ = ২ ;
এই ২ আর ১ এর গুন ফল হল ২, যে সংখ্যাটা বাঁ দিকে বসল।
সব মিলিয়ে আমার উত্তর এল ২১৬।

দ্বিতীয় উদাহরণঃ
৬৩ X  ৬৭

এখানে বাঁদিকের খন্ডের সংখ্যা হল ৬ এবং ডান দিকে আছে ৩ এবং ৭  যোগফল ৩ + ৭ = ১০
সুতরাং  নিয়ম অনুসারে ৩ X ৭ = ২১ যাচ্ছে ডান দিকে
এবং  ৬ + ১ = ৭ তাই ৬ X ৭ = ৪২ যাচ্ছে বাঁ দিকে।
উত্তরের সংখ্যাটা দাড়াচ্ছে  ৪২২১।

তৃতীয় উদাহরণঃ
১০২ X  ১০৮

ওখানে বাঁদিকের খন্ড হচ্ছে ১০  আর ডানদিকের  খন্ড হচ্ছে ২ আর ৮ ।
নিয়মানুসারে ২ X ৮ =১৬  আর ১০+১ = ১১ এবং  ১১ X ১০ = ১১০
সুতরাং আমাদের উত্তর হল ১১০১৬।

চতুর্থ উদাহরনঃ
১০২ X  ১৯৮

এখানে বাদিকের সংখ্যা হল ১
এবং ডানদিকের খন্ডে আছে ২ এবং ৯৮ যোগফল ২ + ৯৮ = ১০০
নিয়মানুসারে বাঁ দিকে থাকছে ১ X (১+১) = ২
এবং ডানদিকে থাকছে ২ X ৯৮ =  ১৯৬
যেহেতু ২ + ৯৮ = ১০০  (১ এর পরে দুটি শূন্য)তাই
ডানদিকে আমাদের (২ +২ =৪)টি সংখ্যা বসবে
অতএব ২ থাকছে বাদিকে থাকছে ০১৯৬
আমাদের উত্তরের সংখ্যা হচ্ছে  ২০১৯৬

পঞ্চম উদাহরণঃ
১২৯৯৯৫ X  ১২০০০৫

বাঁ দিকের খন্ডে থাকছে ১২ এবং ডান দিকের খন্ডে থাকছে ৯৯৯৫ এবং
ডান দিকের খন্ডের যোগফল  ৯৯৯৫ + ৫ = ১০০০০ ( দশের পরে চারটি শূন্য)
সুতরাং আমাদের ডানদিকের খন্ডে মোট (৪ + ৪=৮) আটটি সংখ্যা বসবে
৯৯৯৫ X ৫ = ৪৯৯৭৫ অ্যাট সংখ্যা বানিয়ে হল ০০০৪৯৯৭৫
এটি থাকবে ডানদিকে
বাঁ দিকের ১২ +১= ১৩ এবং ১২ X ১৩= ১৫৬
সুতরাং আমাদের উত্তর হল ১৫৬০০০৪৯৯৭৫

আশা করি এবার আমার লেখাটা সহজ হয়েছে।