শুক্রবার, ১০ মে, ২০১৩

কারেন্ট কেন গেল ?

 
 
শুতে গেলাম তখন বাজে রাত বারটা
কারেন্ট টা চলে গেল রাত তখন বোধ হয় একটা,
ভীষন গরম, করি ছটফট
মাথায় চিন্তা আসে উদ্ভট,
ঘুম তো আর এলনারে ভাই
ভোর না হতেই উঠে পড়লাম তাই
ভাবলাম লিখে ফেলি চিন্তা গুলো
ক'ঘন্টা বাদে কি আর মনে পড়বে ওগুলো?
খাতা কলম নিয়ে লিখতে বসলাম
আরে ভাই, কারেন্ট থাকলে তো নেটেই লিখতাম।
কারেন্ট তো চলে গেল কিন্তু কোথায় গেল?
কেন গেল আর কেনই বা এখন ফিরে এল?
কিসের লোভে গিয়েছিল ?
নাকি বিরোধী পক্ষ অপহরণ করেছিল?
না কেউ ওকে ঘুষ দিয়েছিল?
গেল যদি রাত একটায়, আগে কি পরে নয় কেন?
মনে সন্দেহের অবকাশ রেখে গেল কেন?
রাজ্য সরকার কি এ নিয়ে তদন্ত করবেন?
বিরোধী পক্ষ কি তাতে রাজী হবেন?
সি বি আই না সি আই ডি,তদন্ত কাকে দিয়ে হবে?
এনিয়ে কি কোন পি আই এল মামলা হবে?
এ চিন্তা গুলোর কোন জবাব না পেলাম
ভাবত ভাবতে মাথা হয়ে গেছে জাম।
কারেন্ট এসে গেছে, এবার শুখোবে ঘাম
তাই লেখাটাও এখানে শেষ করলাম।
আকুর্লি
১০-০৫-১৩
 
 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন