শুকাপুরের মশা
কামড় মেরে মেরে আমায় চেঞ্জ করালো বাসা,
চুলকে চুলকে উঠে গেল সারা গায়ের খোসা,
শুকাপুরের মশা,
দিনের বেলায় আছে তাদের অবিরত আসা,
পিঁ পিঁ করে কি যে বলে বুঝি নাতো ভাষা,
ঝাক বেঁধে এরা আসে যখন
মনে হয় যেন লেগেছে গ্রহণ
বাচার উপায় হচ্ছে তখন
মশারী ফেলে বসা।
শুকাপুরের মশা।
সারা দিনই গুডনাইট জ্বলে
জানলা বন্ধ সন্ধ্যা হলে
ফেল করেছে সব গুলোই, জিতে যাচ্ছে মশা
শুকাপুরের মশা।।
বাড়ী এখন চেঞ্জ করেছি
দরজা জানলাতে জাল ঠুকেছি
কামড়াবি তুই কেমন করে
ওরে ব্যাটা মশা
প্রবেশ নিষেধ লেখা আছে
আসিস না তোরা আমার কাছে
থাকনা কেন নিজের ঘরে
ওরে কামড়বাজ মশা
শুকাপুরের মশা।।
আকুর্লি
১২-০৫-১৩
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন