না হয়োনা গৃহিনী আমার,আর মোটা হয়ো না
আর মোটা হলে তোমায় রিকশাতে নেবে না
সন্ধ্যেবেলা হাওয়া খেতে যেতে তুমি পারবে না
মিনতি শোন আমার, আর মোটা হয়ো না।
এখনই ব্লাউজগুলো ছোট হচ্ছে বলে খালি গায়ে থাকো
শাড়ীগুলোকে আর গামছা বানিও নাকো।
হোঁচট খেয়ে পড়ে গেলে থাকবেই যে ওখানে
ক্ষমতা আমার নেই যে তুলব তোমায় টেনে।
খবরদার, বাজে কথা বলবে নাক তুমি
তুমি কি চাও খাওয়া এবার বন্ধ করি আমি।
এমন কি আর মোটা আমি, ওজন হবে আশী
তোমার কাছ সেটা কেন লাগছে খুব বেশী।
পারবনা আমি তোমার বোনের মত খ্যাংরা কাঠি হতে
কোথায় যে উড়ে যাবে একটু ঝোড়ো হাওয়াতে।
কি যে খায় সারা দিনে জানি নাকো আমি
এদিকে দেখ ওজন আছে চল্লিশের কমই।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন