শনিবার, ১৮ মে, ২০১৩

ভারতের গাঁজা যুদ্ধ প্রথম



কাগজে সংবাদ  যে মারিজুয়ানা থেকে ডায়াবেটিসের ওষুধ পাওয়া গেছে। এই সংবাদের উপর এই হাস্য কবিতার সৃষ্টি।

 
ডাক্তারেরা বিশদ গবেষণা করে বলেছেন

গাঁজা মোটেই খারাপ নয়

কেননা এটা সুগারের রোগ সারায়।

কি ভাবে সুগার কমায় সেটা তাঁরা এখনও খুজছেন,

পেলে পরেই গাঁজা কি ভাবে কাজ করে সেটা জানাবেন।

খবরটা শুনেই দাশু কাকা মারলেন একখানা লাফ

"এ খবরটা আগে কেন বলিসনি বাপ।

গেজেল বন্ধু তো আমার অনেক আছে,

রোজই যেতাম তা হলে তাদের কছে।

দরকার হতনা আর ছুঁচ ফোটাবার,

সারা দিনে অতগুলো ট্যাবলেট নেবার।

সুগারের মাত্রা বুঝে কটা টান দেব সেটা ঠিক হবে

ওষুধের দোকানে এবার ছিলিম আর গাঁজা পাওয়া যাবে।

গেঁজেল বাঁ গেজুরে বলে আর কেউ দেবেনা টিটকারী,

প্রিভেন্টিভ মেডিসিন হিসাবে লোক নেবে শিগগিরি।

দেশে এখন আছে প্রায় পঁচিশ কোটি সুগারের চলমান ফ্যাক্টরী,

সংখ্যাটাকে কমানোর জন্য সরকার নিচ্ছে তৈয়ারি।

এতদিন কোম্পানি গুলো আমাদের মাথায় ভেঙ্গেছে কাঁঠাল,

এইবার বুঝবে তারা কত ধানে হয় কত চাল।

প্রত্যেক বাড়ীতে দুটো করে গাঁজার গাছ লাগালে,

পাতাগুলো পাচ্ছ তুমি হাতেরই নাগালে।"

দাশু কাকাকে বললাম, "অত আনন্দ নয়

কোম্পানিগুলো কি এত সহজে বাজারটা ছেড়ে দেয়।

নিশ্চয় তারা বার করবে কোন না কোন উপায়,

দরকার পড়লে গবেষনার রেজাল্টও উলটে দেওয়া যায়"।

কাকা বললেন, "মানি রে আমি সবই মানি,

এর পরে যে কি হতে পারে তাও আমি জানি।

লাগবে লড়াই একটা আবার চিনের আফিম যুদ্ধের মতন,

খালি নাম তার হবে ভারতের গাঁজা যুদ্ধ প্রথম"।

আকুর্লি

১৮-০৫-১৩

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন