বাবাই
খুব মন দিয়ে ছবিটা আঁকছিল
হঠাত
মাথা তুলে জিজ্ঞেস করল
দাদু,
বলতে পার আগুন কি করে আঁকব
রকেটের
নীচে আগুন কি ভাবে দেখাব।
আমি
বলি লাল রঙ আগুনের
কিন্তু
আকাশের নীলে দিলে হয়ে যাবে বেগুনী
সেটাই
তো আরও মুশকিল
নীল
আকাশে নীল আগুন মিশে যাচ্ছে এখনি
নীল রঙের
আগুন, কোথাও তো দেখিনি
কেন
ষ্টোভের আগুনের রংটা কি দেখনি
তাকিয়ে
দেখি আরও
একেছে
সবুজ রঙের পাহাড়
তাতে
মেঠো রঙের গাছেরা দিয়ে আছে সার
আমি
বলি ভুল করেছিস
পাহাড়
কোথায় তুই সবুজ রঙের দেখেছিস
তৎক্ষণাৎ
জবাব এল,
কেন
পাহাড়ে কি ঘাস হয়না
ঘাসের
রঙ কি সবুজ হয়না।
আর
এগুলো হচ্ছে গাছের সারি
কাটা
হয়েছে তাদের ডালগুলো
তাইতো
ওপরেতে সবুজ পাতা নেই
যেন
দাঁড়িয়ে আছে নুলো।
আমি
বলি ওরে ছবিটা আমাকে দে
কোনটা
কি এঁকেছিস লিখতে হবে আমাকে
বাবাই
বলে দাদু তুমি একটু দাড়াও
এখনি
শেষ করেনি এটা
নয়ত দাদা
এসে আমার ছবির বাজাবে বারটা।
অপেক্ষায়
আছি কবে পাব নীল আগুনের ছবি
পেলেই
পরে দেখানো হবে বাবাই মার্কা ছবি।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন