রবিবার, ১৮ আগস্ট, ২০১৩

তরুর ঝাড়ু বিক্রী


ঝাড়ু, ঝুল ঝাড়া ঝাড়ু,
আমার লাঠিটা কাঁধে নিয়ে
দোতলার বারান্দা দিয়ে
জোরসে চেঁচাতে থাকে গলা করে সরু
আমাদের তরু।
সকালে এসেছিল এক ঝুলঝাড়ুওয়ালা
 লোকটার আওয়াজ শুনে
মা নিল দুটো কিনে
লম্বা ডান্ডার মাথায় লাল ফুল ওয়ালা,
তাই দেখে তরু বলে
আমিও ঝাড়ুওয়ালা হলে
পাওয়া যাবে অনেক পয়সা
প্র্যাকটিস করছি আমি
বিরক্ত করবে না তুমি
কাল থেকে শুরু যে আমার ব্যবসা।
আমি বলি ওরে থাম
রোদে মুখ ভর্তি ঘাম
ঝাড়ু বয়ে কাঁধে হবে ব্যথা
তার চেয়ে গাড়ি নিয়ে
ডিকিতে ভর্তি করে
বেচে দেওয়া অনেক সোজা কথা।
তাই শুনে কিছু পরে
তরু এসে বলে মোরে
আমার যে নেই কোন গাড়ি
বলি আমি দাদুভাই
গাড়ি যে আমার চাই
নইলে হয়ে যাবে আড়ি।।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন