ছ্যাছড়া খাবেন বলে কি বাজারে
যাচ্ছেন
তাহলে জেনে নিন কোথায় কি
পাচ্ছেন,
প্রথমেই তুলে নিন গোটা কতক
গেঁটে কচু
শুখনো দেখে বেছে নেবেন মাথা
করে নীচু
তার পরে চাই পুই ডগা বা শাক
ঐ দিকে শাকওয়ালা দিচ্ছে হাঁক
একটা ডগা পুঁই দশ টাকা খুবই
সস্তা
পড়ে আছে আর মাত্র সিকি বস্তা
তার পরে চাই কুমড়ো, চলবে না
লাউ
ঢ্যাসকুমড়ো হলেই বা, কেউ
দেবেনা ফাউ
বিচি গুলো ফেলবেননা, শুখিয়ে
নিন
প্রোস্টেট গ্ল্যান্ডের ওটা দেশি
মেডিসিন।
এবার চাই মাছের মুড়ো কিম্বা কুচো চিংড়ি
একটা রুইএর মুড়োর দাম মাত্র গোটা
কুড়ি
আর লাগছে তেল কিছুটা, একশ টালা
কিলো
কিন্তু তেলের নাম করে মুদীভাই
এটা কি দিল।
একশ মিলি তেল খতম এক রান্নার
ধাক্কায়
কেন যে ওনার মাঝে মাঝে এসব সখ
চাগায়
মাস শেষ হতে এখনও হপ্তা খানেক
বাকী
রোজ সকালে ক্যালেন্ডারে তাইতো
চোখ রাখি
ধার করেও ঘি খাবে বলেছেন
চার্বাক মুনি
খেয়ে দেয়ে ফতুর হওয়া, এটাই সার
জানি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন