পিয়াজের দাম এক শো টাকা! না গোঁ না শূন্যর তো কোন দাম নেই তাই ওটা মনে হয় এক ধরে চলতে হবে। কিন্তু এটা কি কথা! পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় কৃষি মন্ত্রী কলকাতা শহরের অধিবাসীদের দুঃখে ব্যথিত হয়ে মাত্র ৩৫ টাকা কেজি দরে ছ ছটি বাজার থেকে পিঁয়াজ বিক্রী করার বন্দোবস্ত করাছেন। অর্থাৎ মালদার লোককে পিঁয়াজ কিনতে কলকাতা আসতে হবে। গাড়ী ভাড়া কে দেবে জানা নেই। কিন্তু কেন তারা আসবেন? তারা কি মফঃস্বলে থাকেন বলে দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তাদের পিঁয়াজ কে দেবে, পিঁয়াজ তো বাঁশ নয় যে কেউ দিতে পারলেই হল। শোনা যাচ্ছে এই নিয়ে একটা বিশেষ আন্দোলন শুরু হতে যাচ্ছে। মহামান্য কোর্টে কেউ মানবাধিকার লঙ্ঘনের মামলা করেছেন কিনা এখনও খবর নেই। পেলেই আবার ব্লগে এসে জানাব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন