রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০১৪

অর্ডারমাফিক কবিতা লেখা


ভাইরা সব শোন না কথাটা আমার

শুদ্ধ বাংলাতে লেখা আজকাল কঠিন ব্যপার

চলন্তিকা, অভিধানের বালাই যে ঘরেতে নেই

বাংলা পড়াও ছেড়েছি সেই সত্তর সালের পরেই,

তার আগে অবশ্য গিন্নীর চিঠিপত্র পেতাম 

রঙ্গীন সুগন্ধী কাগজে তার উত্তরও দিতাম।

তার পরে যাও একটু  অন্য চিঠি পত্র পেয়েছি 

সব কটার না হলেও দু একটার উত্তরও দিয়েছি।

কিন্তু তার ভাষাটা ছিল এক্কেরে অসাধু

(মানে কথ্য ভাষা, যা সাধু নয়)

তার ভুলচুক লেনাদেনা মানত না খালি মধু

মধু ছিল টিচার, গ্রামের প্রাইমারী স্কুলে

বাংলা পড়াত আর দিত কানটা মুলে

(অবশ্যই বানান ভুলে হলে পরে)

মাঝে মাঝে ভয় হত বুড়ো বয়সেও আমার

কেননা কান মোলার পারমিশন ছিল আমার বড় মামার।

যাকগে ওসব বাজে কথা, শোন মন দিয়ে এবার

লিখব যখন অর্ডার দিয়েছ কবিতা লেখার

কিন্তু লেখা আমার ছোট হবে, ভুলভালও থাকতে পারে

মেনে নিও সেটা কিন্তু, দিওনা ছিঁড়ে ফেলে দূরে।।

কবিতাটা অর্কুটে একটু অন্য ভাবে প্রকাশ হয়েছিল। ছন্দের কিছু রদবদল করে এখানে দিলাম।

1 টি মন্তব্য: