শুক্রবার, ১৭ মে, ২০১৩

অষ্টাদশবর্ষীয় পরিকল্পনা

আজ সকালে কাগজে দেখলাম লন্ডনের এক মহিলা তার বাচ্চার জন্মানর আগেই বেবী শো তে ভাগ নেবার জন্য নাম লিখিয়ে দিয়েছেন। সেই সম্বন্ধে এই চুটকী কবিতা।

 

মিতার এখন সাত মাস চলছে, জেনেছে হবে কন্যা,
লোকে করে হায়রে, ওর ঘরে খূসীর বন্যা।
শহরে ওর প্রত্যেক বছর এক সুন্দরীর মেলা হয়,
তার জন্য কিন্তু অনেক আগেই নাম লেখাতে হয়।
কিন্তু সুন্দরীর বয়স হতে হবে এক বছরের কম,
পুরস্কারের রাশিটা বলে নয়তো মোটেই কম।
অষ্টাদশী হওয়া পর্যন্ত যত প্রসাধন চাই,
দরকার মাত্রই কোম্পানীরা করবে সাপ্লাই
তাই হবু কন্যার নাম লেখাতে বাধাটা আর কোথায়,
ওর যে মেয়ে হচ্ছেই, তাই করেনি কোন অন্যায়,
মা হতে ওর যদিওবা দেরী হয়
নিশ্চয় সেটা এক বছরের চেয়ে বেশী নয়।
তার মধ্যে একটা শুভ মুহূর্ত দেখে
করে নেবে অপারেশন ডাক্তার কে ডেকে।
হবার পর থেকেই ওকে ট্রেনিং দিতে হবে,
খাওয়া, শোয়া, কান্না এসব করবে কি ভাবে।
তার জন্য স্কুল আছে, চিন্তার কিছু নাই।
কর্তা হয়েছে রাজী দিতে লাখ আড়াই।
একবার যদি সিলেক্টেড হয়, প্রাইজ ছাড়াও আর,
মডেলিং করার জন্য পাবে দেদার অফার।
জামা কাপড় কম পড়েই যদি দেয় কয়েক লাখ,
আরও কম পড়াবে সে দামটা বাড়তে থাক।
স্কুল থেকে ওকে দিয়েছে এক লিস্টি
এটা খাবে, ওটা করবে, আর খাবে নাক মিষ্টি।
তার পর সিলেকশনের আগে ক্রীম, পাউডার, লোশন
অনেক কিছু কিনতে হবে সেটাই তো ফ্যাশন।
একটা কথা তোমাকে বলছি আমি গোপনে,
ফার্ষ্ট করার জন্য লিঙ্ক লাগিয়েছে ওখানে
তোমার প্রডাক্ট লঞ্চ করতে পয়সা কম নেবে
কাউকে কিন্তু এ কথা বলনা তুমি তবে।।
আকুর্লি
১৭-০৫-১৩

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন