বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৩

আমার মত (নিজের দলে না সাধারণের জন্য প্রকাশ্য)

আমি একজন সাধারণ মানুষ কিন্তু আমার একটা স্বাধীনতা আছে যাতে আমি আমার মতামত নির্ভয়ে প্রকাশ করতে পারি। কিন্তু সেটা কাকে শোনান বা পড়ানোর জন্য, শ্রোতা ছাড়া বক্তৃতার কোন মানে হয় না। মনে করা গেল, এবার আমি এক জনসভাতে ( যেখানে সব রকমের মানুষ আছে) রাগবী খেলার বিশেষ কোন টেকনিক নিয়ে যদি বলি তাতে করে মনে হয় যারা রাগবীর র জানেন না তারা পালিয়ে যাবেন, কিন্তু এটা যদি রাগবীর ছাত্রদের সামনে বলা হয় তবে কিন্তু হাততালি পেতে কোন অসুবিধা হবে না। তার মানে এই দাঁড়াল যে সব কথা সবার সামনে বলা বা লেখা যাবে না, অর্থাৎ আমার ফেসঁবুক পেজে আমার বন্ধুরা যদি তাদের এমন মতামত দিতে থাকন যেটা সম্বন্ধে আমি মোটেই উৎসাহ রাখি না তবে সেটা আমাকে জোর করে পরানোর মতন হবে। কেউ কেউ বলতে পারেন যে না পড়লেই হল, কিন্তু না পরে বুঝবো কি করে (অন্তত কিছুটা না পড়ে)যে এটা আমার জানার জিনিষ নয়, আমার মতে উপায় একটাই। খেয়াল করে দেখবেন আজকাল মেলে ভাগ করে দেবার বন্দোবস্ত আছে। আমাদের পোষ্ট গুলো সেরকম ভাগ করে দিলে কি রকম হয়, বন্ধু, বন্ধুর বন্ধু, আত্মীয় পরিজন, অফিসের সহকর্মী এরা কিন্তু সবাই আলাদা আলাদা গোষ্ঠিতে আছেন। এদের জন্য আলাদা পোষ্ট করাই ঠিক হবে একটা হেডিঙ্গের খালি দরকার । আমার এই লেখার জন্য সেই হেডিং বা ট্যাগ হোক মতামত।   

1 টি মন্তব্য: