সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

কি পাব প্রশ্নের জবাবে



কাগজে আঁচড় কেটে প্রশ্ন করেছিলে কি চাই আর কি পাবে
ভেবেছিলে আচমকা প্রশ্ন করলে জবাব পাবে
তখন একতরফা বলে গেলে মৃত্যু চাই তোমার
কি করে ভাবলে যে তাতে অধিকার আছে তোমার একার।
একরাশ দুঃখ, ক ফোঁটা চোখের জল, তাই দিয়ে তৈরী যে কালি
কোথা থেকে পেয়েছিলে তুমি, যে মনে হল লিখে ফেলি।
মরণ চেয়ে শ্রীরাধা গেয়েছিল মরণরে তুহুঁ মম শ্যাম সমান
তোমার কষ্ট যে আরও বেশি, দিতে পার তার প্রমাণ
আমি যদি তোমাকে বলি, দাও মৃত্যু তুমি মোরে
ভেবেছ কি কোনদিন, দেবে সেটা কেমন করে?
উল্টোপাল্টা কথা লিখে কেন ব্যথা এত দাও
চলনা পালিয়ে যাই, এসব ছেড়ে অন্য কোথাও।
যেখানে দেখব শুধু তুমি আছ আর আমি আছি

সারা জীবন কাটিয়ে দেব দুজনে হাতে হাত রেখে পাশাপাশি

1 টি মন্তব্য: