মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৩

পাউন্ড বনাম সোনা


 
সকাল বেলায় গিন্নী এসে বলে আমায় হেঁসে

আসছে হপ্তায় রোজ বিকেলে জীমের থেকে এসে

ওজন নিয়ে দেখতে হবে কমলো কতটা

এতদিনতো মেরেছি ফাকি, করব শেষ চেষ্টা

আমি বলি বুড়ো বয়সে হল একি মতি

কেউ তোমায় মোটা বলেছে? তাতেই বা কি ক্ষতি

সে কথাতে কান না দিয়ে

গিন্নি বলে শোন গিয়ে

এখন আমার ওজন দেড়শর উপর আট

এই ক দিনে করতে হবে সেটাকে একশো ষাট

জীমে এখন নিচ্ছে পাউন্ডে দু হাজার টাকা

তাই একশো ষাট থেকে একশো করতে হবে পকেট ফাঁকা

খবর পেলাম এক পাউন্ড ওজন কমালে দেবে এক পাউন্ড সোনা

তার মানে ষাট পাউন্ড ওজন কমালে পাব ষাট পাউন্ড সোনা

হ্যাঁগা, ১০ গ্রামের দাম যদি বাইশ হাজার হয়

তবে এক পাউন্ড সোনার দাম দশ লাখ নিশ্চয়

ষাট পাউন্ড কমাতে পারলে সেটা হবে ছ কোটি টাকা

কথাগুলো শুনে আমি খেলাম ভ্যাবাচাকা

তার পরেতে কাগজে দেখি ছোট্ট একটা লাইন

দুবাই মিউনিসিপালিটি করেছে এক আইন

এক পাউন্ড ওজন কমাও

এক পাউন্ডের কয়েন নাও

বলি আমি তুলোনা আকাশে বাড়ী

কল্পনাতে টান দাঁড়ি

এ পাউন্ড নিতে গেলে যেতে হবে যে দুবাই

কিন্তু তার জন্য প্লেন ভাড়াটা যে চাই

থাকো তুমি দেড়শ পাউন্ড কোন ক্ষতি নাই

কেননা তোমাকে দুবাই পাঠানর টাকা কোথায় পাই।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন