বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০১৩

বৃষ্টি থেমেছে

via Facebook
 
বৃষ্টি থেমেছে, রোদ্দুর ওঠেনি, আকাশের মুখ ভার
 এখন যে আমার মেসের ভৃত্য কানুরই দরকার
 কোথায় গেলও সে, ডেকে ডেকে ধরে গেল যে গলা
 এখন কি আমায় খুজতে তাকে, যেতে হবে একতলা?
 এসেছিস দাদা, চট করে তুই কালুর দোকানে যা
ওখান থেকে নিয়ে আসবি এক কেটলী চা
 জন ছয়েক গেষ্ট আসবে এসেছে তাদের ফোন
 আরও কিছু কাজ দিচ্ছি তোকে, মন দিয়ে শোন।
রাতে তারা খাবে এখানে, তার জোগাড় চাই
 মুরগীর মাংস আর নান, বিয়ারের দরকার নাই
কিন্তু এখন গোটা ছয়েক কাটলেট আনবি তুই ওরে
 চায়ের সাথে আর কি দেব তুই ভাবনা ভাল করে
আজ্ঞে স্যার, এরা কি আপনার বেয়াই বাড়ির লোক
যা বলছেন তাই যথেষ্ট, তারা যে কেউ না হোক
নিয়ে আসছি যা যা বললেন, দিন আমাকে টাকা
 টাকা? ধার দে না তু্‌ই পকেট আমার ফাঁকা।।

 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন