বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

টুটেনখামেনের মৃত্যুর কারণ


 


আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছর আগে

মিশর সবাই মাথা নোয়াত ফারাওদের আগে

কিন্তু রাজা টুটেনখামেনের মৃত্যু হয়েছিল কেমনে

তাই নিয়ে বৈজ্ঞানিকদের কৌতূহল ছিল সমানে

আজকের কথা হলে কাটা ছেড়া করে জেনে নিতাম কি হয়েছিল

কিন্তু দেহটা যে মমি বানিয়ে রাখা ছিল

এতদিনে রহস্যের পর্দা গিয়েছে তোলা

অবশ্যি মমির আচ্ছাদন হয়নিক খোলা

কম্প্যুটারের সাহায্যে জানা গিয়েছে যেটা

নিছক একটা দুর্ঘটনা ছিল এটা

রথের দৌড়ে ভাগ নিয়েছিলেন সবাই মিলে

হঠাত তার রথের চাকা গিয়েছিল খুলে

নীচে নেমে লাগাচ্ছিলেন চাকা

রথটাকে তুলে ধরে একা

এমন সময় অন্য প্রতিযোগীর রথ এসে

দিলে তাকে চাপা দিয়ে এক্কেবার পিষে

ভেঙ্গেছিল কোমর, মাথার খুলি আর পাঁজর

এর পরেও বেঁচে থাকত শুধু যে অমর।

ভাবছি আমি একথা জেনে বৈজ্ঞানিকদের কি লাভ হল

যে এত টাকা বরবাদ করে প্রবন্ধ লিখল।

আজকে তো রথযাত্রা ছাড়া কেউ চড়ে না রথে

কাজেই এরকম দুর্ঘটনা হবে না আর কখন পথে।। 

 

1 টি মন্তব্য: