সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

শৃগাল এবং কূমীরের কথোপকথন

পুরনো কথামালায় শেয়াল আর কুমীরের মধ্যে কিছু কথাবার্তা হয়েছিল। সেটাকেই একটু ছড়ার মাধ্যমে লিখে দিলাম।
পদ্মা নদীর চরে, শুয়েছিল হাঁ করে, কিছু কুমীরের ভীড়,
এর থেকে কিছু দূরে, পা গুলো মুড়ে, শুয়েছিল একটা কুমীর।
শিয়াল ওপাড়ে যাবে, কিন্তু খালি ভাবে, কেন ওটা হয়ে আছে স্থির
নাকি সত্যি চুপ করে আছে, বেটা ধুর্ত কুমীর।
এই ভাবি উচ্চস্বরে, জিজ্ঞাসে কুমীর প্রবরে, ভাই তুমি কি জীবিত
কেননা জানি আমি মরিলে পরে তোমার লেজটাতো নড়িত।
শুনিয়া কুমীর ভাবে, এ কথা জানিনিতো আগে
শিয়ালের প্রচূর পঠন, এ নিশ্চিত সত্য কথন
লেজটা নাড়াই তবে, ও যেন সত্যি ভাবে, হয়েছে আমার মরণ।
লেজটা নড়চে দেখে, শিয়াল পালায় বেগে
শুনে আমার কথা, চেষ্টা তুমি করছ বৃথা
কি বোকা কুমীর ভাই, লেজটা নাড়ালে তাই,
আমায় কি এত বোকা ভাব, যে তোমার কাছে আমি যাব।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন