বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১২

পুরনো কবিতা গুলি


স্বপ্ন

কাল রাতে আমার মনে হল কে আমাকে ডাকছে
কিন্তু এত রাতে কে ডাকতে পারে 
এই ভাবতে ভাবতে ঘুম চোখে উঠে দেখি কেউ কোথাও নেই
আমি একা অফিসে নাইট ডিউটিতে চেয়ারে বসে ঘুমিয়ে পড়েছিলাম।
কিন্তু আওয়াজটা চেনা চেনা, কোথায় যেন শুনেছি
কে সে?
আজ আবার নাইট শিফট আছে। দেখি সে ডাকে কিনা।
কি চায় সে? কে সে? কি দিতে পারি আমি? কেন? কেন? সে ডাকছে কেন?



মা
১৩ই মে লেখা হয়েছিল

আজকে আবার তোমায় মনে পড়ছে
আর তো তোমায় দেখতে পাবনা,
যাবার সময় আমাকে বলে পর্যন্ত গেলে না
কি ভুল করেছিলাম আমি।
না হয় তোমার কাছে অনেক বায়না করেছিলাম
তোমার কোলে শুয়ে তোমার কাপড় ভিজিয়ে দিয়েছিলাম
বড় হয়ে তোমার কথাগুলো মানিনি
তাই কি তুমি আমাকে ছেড়ে চলে গেলে?
আজকে আমি অনেক চাইলেও তুমি আমার কাছে ফিরে আসবে না
আমার ভুল গুলো শুধরে নিতে চাইলেও তোমাকে সেটা দেখাতে পারব না
কি হবে আর তোমার আশায় পথ চেয়ে
তুমি কি আর আমাকে দেখা দেবে?




তোমাকে
৩১শে মে লেখা হয়েছিল
তোমাকে চাই
আমি শুধু তোমাকেই চাই
আমার সকল চাওয়ার লক্ষ তুমি
আমার চিরকালের ইচ্ছা তুমি
তোমাকে আমি চাই।।

কেন তোমাকে পাইনি
 
কি ছিল আমাতে অভাব
কি পেলে তুমি ওখানে
বুঝছ না কি আমার অভাব।।

এ জীবন আর ভাল লাগে না
মরতেও পারিনা
জানি যতদিন আমি বেচে থাকব
তোমাকে পাবার ইচ্ছে নিয়ে থাকব
আর তুমি--
সব সময় ভাববে কখন তোমাকে ছিনিয়ে নিয়ে যাব।

ভয় পেলে ?
পালিয়ে গেলে ?
আমি কিন্তু ঠিক তোমাকে খুজে বার করবো
।।





আমার প্রতিবাদ
৩১ শে আগস্ট, ২০১২ রাত ৮:৪৬
আমি প্রতিবাদ করি
যখন দেখি শীতের রাতে রাস্তার ধারে ঘরছাড়ারা আগুন পোহাতে বসেছে
গায়ে তাদের নেই কোন চাদর,
আগুন তাদের বুকে ভরে দিচ্ছে উষ্ণ উত্তাপ,
আর হিমেল হাওয়া তাদের খালি পিঠে দিচ্ছে কামড়
তখন চাই আমি প্রতিবাদ জানাতে।

যখন দেখি কোলে শীর্ণ শিশুকে নিয়ে ত্যানা জড়িয়ে মা রাস্তায় ভিক্ষে চাইছে
আর দামী গাড়ির ভেতর থেকে ম্যাডাম কাঁচের জানলা তুলে দিচ্ছে,
মা যখন খুঁজছে আরো একটা গাড়ী
যদি কেউ তাঁকে এক মুঠো খাবারের জোগাড় দেয়
তখন চাই আমি প্রতিবাদ করতে। 

যখন দেখি এক নম্বর কম পেয়ে মেধাবী ছাত্র পায়নি সিট
আর টাকা দিয়ে অন্যেরা নিচ্ছে অন্যায় এডমিশন
রাগ হয় সেই ছাত্রের উপর
টাকার গরমে যে শিক্ষাকে করেছে কুক্ষীগত
তখন চাই আমি প্রতিবাদ করতে।

আমি অক্ষম, কিন্তু ক্লীব নই
জানি আমার একার গলায় সে জোর নেই
তবু আমি প্রতিবাদ করছি, করবো
যাতে তোমরাও আমার সাথী হও।


<a title="Real Time Analytics" href="http://getclicky.com/100538981"><img alt="Real Time Analytics" src="//static.getclicky.com/media/links/badge.gif" border="0" /></a>
<script src="//static.getclicky.com/js" type="text/javascript"></script>
<script type="text/javascript">try{ clicky.init(100543369); }catch(e){}</script>
<noscript><p><img alt="Clicky" width="1" height="1" src="//in.getclicky.com/100543369ns.gif" /></p></noscript>


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন