রবিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১২

সকালের খেয়াল

আজ সকালে উইঠ্যা
চায়ের কাপটা হাতে নিয়া 
বইয়াছিলাম জানালার পাশ দিয়া,
টেবিলের উপর রাইখ্যা ছিলাম মোবাইল
ভাবতাছিলাম কখন আইব তোমার টেলিফোন
ঘন্টিটা বাজবো কখন,
তুইল্যাই তো শুনু্‌ম  আজ অনেক দেরী হইসে বাকি কথা কাইল।

আর ভাললাগতাসে না এ যন্ত্রণা
করোনা ক্যান ঘরে মন্ত্রনা
আমার ঘরে আইবা কবে
আইবুড়া নাম ঘুচাইমু কবে
পাড়াপড়শী নাচব কবে
কেউতো কইতে পারেনা।

তোমার বয়েস হইছে কুড়ি
আমারটা পঁচিশ
আর কটা দিন পরেইতো
জীবনটা ফিনিস।

কইরো না আর দেরী তুমি
আইয়া পড় আজই
আগে কি হইব সেটা
নিয়াই ধরছি বাজী।

পুর্ববঙ্গীয় কথ্য ভাষাতে লেখার চেষ্টা করলাম। অনেকদিন এধরনের কথা শুনিনা তাই লেখায় ভুল হতে পারে। সেটার জন্য ক্ষমাপ্রার্থী। গুগলের অনুবাদে এটার ইংরাজী অনুবাদ দেখুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন