শনিবার, ২২ সেপ্টেম্বর, ২০১২

হে সুন্দরী

হে সুন্দরী

বসে আছি পথ চেয়ে, কবে যাবে সিড়ি দিয়ে

দেখব তোমাকে এক পলক,

কি শাড়ী পড়েছ আজ, করেছ কিবা  সাজ

দেখাবে তার ঝলক।

সেন্ট পাউডারের গন্ধে, এখন থেকে সন্ধে

ভরে থাকবে এ চাতাল,

হে সুন্দরী, কেন তব এ সাজ

কেন তুমি সবাইকে করছ মাতাল

তুমি হেঁটে গেলে, পাড়ার সব ছেলে

তাকিয়ে থাকে পেছনে,

গাড়ীটা চলে গেলে, তারা ফিরে আসে

করুণ দৃষ্টি থাকে নয়নে

একা আমি হতে চাই তোমার প্রেমিক,

হয়ত আর থাকবনা কাল

প্রতিযোগী ভেবে ওরা সব রেগে

তুলে দেবে পিঠের ছাল

তাই বলি শোন, কি দরকার এখনও

এত করে তোমার সাজগোজ

এমনিই চলে গেলে, তোমাকে দেখতে পেলে

হবেই ধোলাই মগজ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন