আমার চিন্তা
রাতে শোবার আগে লোপার গান টা শুনছিলাম
অবনী বাড়ী আছ
এখন রাত নিঝুম, চোখে নেই ঘুম,
রাতে শোবার আগে লোপার গান টা শুনছিলাম
অবনী বাড়ী আছ
এখন রাত নিঝুম, চোখে নেই ঘুম,
নীচে চৌকিদারের লাঠির আর বাশির আওয়াজ
হঠাত মনে হল
কে যেন বলছে
পিন্টু জেগে আছিস?
কিন্তু এখন তো আর কেউ পিন্টু বলে ডাকার নেই
সবাই চলে গেছে, স্মৃতি পড়ে আছে এখনও
তার পর,
হয়তবা সে স্মৃতির ছবিও সময়ের খেয়ালে
হয়তবা সে স্মৃতির ছবিও সময়ের খেয়ালে
আবছা হয়ে যেতে যেতে মুছে যাবে
একে একে সবাই ভুলে যাবে
তার পর?
আমিও তো সেই পথেই যাব
আমাকেও লোকে ভুলে যাবে।
হয়ত বা ফটোর ফ্রেমে বাধিয়ে রাখবে
আর যদি মনেও রাখে সেটা শুধু ডায়রীতে লিখে রাখবে।
সময় এগিয়ে যাবে তার অসীমের দিকে
পেছনে পরে থাকবে কি?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন