এই কবিতাটা ১২ই আগষ্ট প্রকাশ করা হয়েছিল
আমার লেখ
আজকে সকালে উঠে আমি বলছিলাম
ঘুমটা কেন ভাঙালে?
ছিলাম ঘুমের ঘোরে বন্ধু
কেন তুমি আমায় জাগালে।
এক সুন্দরীর প্রেমে ছিলাম আমি সুপ্ত
আমি আর সে, সারা চরাচর লুপ্ত
হুরী পরীদের চেয়ে কোন কিছুতেই কম নয়
বিশ্বাস হচ্ছে না বন্ধু?
কাল দেখেছি আমি হয়ে গেছি সেফ
সবাই এবের দেখবে আমার লেখ
তাই লিখছি আমি বিরাট এক কাব্য
সবার কাছে সেটা হবে দ্রস্টব্য।
দিলে তো আমার ঘুম ভাঙ্গিয়ে!
সুন্দরীকে দিলে তুমি ভাগিয়ে!
জানিনা কাল আবার সে আসবে কিনা
না এলে তো আমার লেখা শেষ হবে না।
ঘুমটা কেন ভাঙালে?
ছিলাম ঘুমের ঘোরে বন্ধু
কেন তুমি আমায় জাগালে।
এক সুন্দরীর প্রেমে ছিলাম আমি সুপ্ত
আমি আর সে, সারা চরাচর লুপ্ত
হুরী পরীদের চেয়ে কোন কিছুতেই কম নয়
বিশ্বাস হচ্ছে না বন্ধু?
কাল দেখেছি আমি হয়ে গেছি সেফ
সবাই এবের দেখবে আমার লেখ
তাই লিখছি আমি বিরাট এক কাব্য
সবার কাছে সেটা হবে দ্রস্টব্য।
দিলে তো আমার ঘুম ভাঙ্গিয়ে!
সুন্দরীকে দিলে তুমি ভাগিয়ে!
জানিনা কাল আবার সে আসবে কিনা
না এলে তো আমার লেখা শেষ হবে না।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন